Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে ‌'বন্দুকযুদ্ধে' ডাকাত নিহত

মোঃ আবছার কবির আকাশ, কক্সবাজার প্রতিনিধি:  
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫১ AM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৫১ AM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে ‌‘বন্দুকযুদ্ধে’ নুরুল আলম (৩০) নামের এক ডাকাত নিহত হয়েছেন। এসময় ঘটনাস্থল থেকে বিদেশি পিস্তল ও বুলেট উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত নুরুল আলম নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মৃত হোসেন প্রকাশ লাল বুইজ্জার ছেলে।

জানা যায়, শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার দমদমিয়া ১৪ নং ব্রিজ সংলগ্ন বেত বাগান এলাকায় র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কমান্ডার লে. মির্জা শাহেদের নেতৃত্বে একটি দলের সঙ্গে ডাকাত দলের গোলাগুলির ঘটনা ঘটে। র‌্যাবের গুলিবর্ষণে ডাকাত দল পিছু হটে যায়। ঘটনাস্থল তল্লাশি করে দুটি বিদেশি পিস্তল, ১৩ রাউন্ড বুলেট ও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকের বাসিন্দা মৃত হোসেন প্রকাশ লাল বুইজ্জার পুত্র ডাকাত নুরুল আলমের (৩০) মৃতদেহ উদ্ধার করে। লেদা রোহিঙ্গা বস্তির সভাপতি ও নিহত নুর আলম ডাকাতের মামা মাস্টার আব্দুল মতলব লাশ শনাক্ত করেন।

এদিকে আনসার ক্যাম্পে হামলাকারী, অস্ত্র ও বুলেট লুট মামলার আসামি, কথিত আরসা কমান্ডার ও রোহিঙ্গা ক্যাম্প নিয়ন্ত্রণকারী ডাকাত সর্দার নুর আলম ডাকাত ওরফে কমান্ডার জুবাইর নিহতের খবর ছড়িয়ে পড়লে রোহিঙ্গা ও স্থানীয় মানুষ মিষ্টি বিতরণ করে।

 

Bootstrap Image Preview