Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে দেড় হাজার পিস ইয়াবাসহ মা-ছেলে গ্রেফতার

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
প্রকাশিত: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৬ AM
আপডেট: ২২ ফেব্রুয়ারী ২০১৯, ১০:২৬ AM

bdmorning Image Preview


জয়পুরহাটের পাঁচবিবিতে প্রায় দেড় হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ অর্থ ৪৫ হাজার টাকাসহ মা-ছেলেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫।

বৃহস্পতিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাগজানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার মুকুন্দপুর গ্রামের সিদ্দিকুর রহমানের স্ত্রী মর্জিনা খাতুন (৪০) ও তাঁর ছেলে আনোয়ার হুসাইন (২৪)।  

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‌্যাব ক্যাম্পের একটি অপারেশনাল দল সহকারী পুলিশ সুপার আজমল হোসেন, কোম্পানী অধিনায়কের নেতৃত্বে বাগজানা ইউনিয়নের বাগজানা সরকারি প্রাথমিক বিদ্যালয় এলাকায় এই অভিযান পরিচালনা করে ১ হাজার ৪৬৫ ইয়াবা ট্যালেট ও মাদক বিক্রির ৪৫ হাজার নগদ অর্থ সহ মা-ছেলেকে গ্রেফতার করে।

র‌্যাব আরো জানায়, গ্রেফতারকৃতরা  দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট পার্শ্ববর্তী দেশ থেকে চোরাচালানের মাধ্যমে অবৈধভাবে সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে সরবরাহের পাশাপাশি স্থানীয়ভাবে মাদকসেবী ও মাদক কারবারীদের নিকট বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।

Bootstrap Image Preview