Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বর্ণালঙ্কার ছিনতায়ের চেষ্টাকালে কলেজ শিক্ষিকার ঘাড়ে ছুরির আঘাত

জাহিদুল ইসলাম, পটুয়াখালী প্রতিনিধি
প্রকাশিত: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৪ PM
আপডেট: ২১ ফেব্রুয়ারী ২০১৯, ০২:১৪ PM

bdmorning Image Preview


পটুয়াখালীর কলাপাড়ায় গলার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নিতে ব্যর্থ হয়ে ঘাঁড়ে ছুরির আঘাত করে কুয়াকাটা খানাবাদ কলেজের প্রভাষক নাসরিন সুলতানাকে (৩২) গুরুতর জখম করা হয়েছে।

বুধবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাতটায় কলাপাড়া পৌর শহরের মধ্য রহমতপুর এলাকায় ঘটনাটি ঘটেছে।

জানা গেছে, ওই কলেজ শিক্ষিকা বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন। এসময় চার/পাঁচ মুখোশধারী সশস্ত্র ছিনতাইকারী গলার স্বর্ণালঙ্কার ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়। না পেরে এক পর্যায়ে ঘাঁড়ের ওপর ছুরি দিয়ে আঘাত করে পালিয়ে যায়।

অচেতন অবস্থায় নাসরিন সুলতানাকে প্রথমে কলাপাড়া হাসপাতালে নেয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিমে প্রেরণ করেন।

আহত ওই কলেজ শিক্ষিকার নিকটাত্মীয় নীলগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট নাসির মাহমুদ জানান, আহত নাসরিন সুলতানার স্বামী ফকরুল ইসলাম অন্য একটি কলেজের শিক্ষক। এ ঘটনায় তারা শঙ্কিত হয়ে পড়েছেন।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিচ্ছেন।

Bootstrap Image Preview