Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রিয়জন নয় অসহায় প্রাণীদের জন্য ভালোবাসা তাদের

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৫ PM
আপডেট: ১৪ ফেব্রুয়ারী ২০১৯, ০৭:১৫ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


মানুষ বিভিন্ন কাজে প্রতিনিয়ত ব্যস্ত থাকে। ব্যস্ততার কারণে দূরের আত্মীয় তো নয়ই, অনেক সময় কাছের আত্মীয়-স্বজনকেও সময় দিতে পারে না মানুষ। পারে না একটু সময় বের করে ভালবাসা ও দুঃখ-কষ্ট ভাগাভাগি করে নিতে। ব্যস্ততার কারণেই মানুষকেই সময় দিতে পারেন না অনেকে, সেখানে প্রাণী তো দূরের কথা।

আজ বিশ্ব ভালোবাসা দিবস। এই দিনে প্রিয়জনকে নিয়েই ব্যস্ত থাকবে সবাই। অথচ এই দিনে ওদের ভালোবাসা অসহায় প্রাণীদের জন্য, যেসব প্রাণী মানুষের নির্মমতার শিকার। বলছি কেরানীগঞ্জের একদল তরুণের কথা, যারা নিজেদের নিয়োজিত রেখেছেন অসহায় প্রাণীদের সেবায়। ওদের জীবনযুদ্ধে টিকিয়ে রাখতে নিরন্তর কাজ করছেন এই স্বেচ্ছাসেবীরা। কেরানীগঞ্জে তৈরি করেছেন প্রাণীদের আশ্রয়কেন্দ্র।

শ্রবণ, রাস্তায় কুড়িয়ে পাওয়া ছোট্ট একটি বিড়াল। সামনের দুই হাত নেই, নেই এক কানও। তাই এর নাম রাখা হয়েছে শ্রবণ। মানুষের চূড়ান্ত নিষ্ঠুরতার শিকার এই বিড়ালটিকে মুমূর্ষু অবস্থায় পেয়ে পুরোপুরি সুস্থ করে তোলে ওই তরুণ দল।

শ্রবণের মতো আরও অনেক অসহায় প্রাণির মাথা গোঁজার ঠাঁই হয়েছে কেরানীগঞ্জের এই আশ্রয়কেন্দ্রে। সবাই কোনো না কোনোভাবে মানুষের নিষ্ঠুরতার শিকার। বছরের প্রতিটা দিন অসহায় এই প্রাণিদের সাথেই কাটাতে পছন্দ করেন এখানকার তরুণ স্বেচ্ছাসেবীরা। ওদের ভালোবাসা নিঃস্বার্থ, তাই ভালোবাসা দিবসটিও আদরের প্রাণীগুলোর সাথেই কাটছে তাদের।

সৌরভ শামীম বলেন, যেসব কুকর-বিড়াল রাস্তায় দুর্ঘটনার শিকার হয়, সেগুলোকে উদ্ধার করে চিকিৎসা দিয়ে সুস্থ করে আগের জায়গায় দিয়ে আসি। যেগুলো হাত-পা কেটে যায় সেগুলোকে এখানে রেখে দিই।

কোহিনূর হোসেইন বলেন, ওদের ভালবাসতে বিশেষ কোন দিনের প্রয়োজন হয় না। প্রত্যেকটা দিনে ওদের ভালবাসা যায়।

Bootstrap Image Preview