Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নগরকান্দায় নৌকার পক্ষে জামাল মিয়ার উঠান বৈঠক 

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৬ AM
আপডেট: ০৯ ফেব্রুয়ারী ২০১৯, ১১:৩৬ AM

bdmorning Image Preview


মায়ের জন্য নৌকা মার্কার পক্ষে উঠান বৈঠক করলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষনা বিষয়ক উপ-কমিটির সদস্য, শেখ রাসেল ক্রীড়া চক্রের পরিচালক, বসুন্ধরা গ্রুপের নির্বাহী পরিচালক তরুন সমাজ সেবক এ্যাড. জামাল হোসেন মিয়া।

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের উপ-নির্বাচনকে সামনে রেখে শুক্রবার (৮ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের বিভিন্ন স্থানে মা দেলোয়ারা বেগমের জন্যে উঠান বৈঠক করেন তিনি।   

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা দুর্যোগ ও ত্রান বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য বিশিষ্ট সমাজ সেবক মোঃ কামাল হোসেন মিয়া। তালমা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি তৈয়াবুর রহমান, সহ-সভাপতি জাকারিয়া খান খোকা, মীর সাহিদুজ্জামান রিফাত, সাধারণ সম্পাদক সিরাজ খলিফা, তালমা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আঃ কুদ্দুছ মোল্যা, আওয়ামী লীগ নেতা মজিবুর রহমান, উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এম.এম নাহিদুজ্জামান নাহিদ, জেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক এস.এম রফিকুল ইসলাম মিয়া, সদস্য রবিউল বাসার, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি জাকির হোসেন প্রমূখ।

উঠান বৈঠকে এ্যাড.জামাল হোসেন মিয়া বলেছেন, আমি আজীবন আপনাদের পাশে থাকতে চাই। আপনারা আমার পরিবারকে যে ভালবাসা দিয়েছেন সেটা কখনো ভুলার নয়। তাই তালমা ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী দেলোয়ারা বেগমকে চেয়ারম্যান নির্বাচিত করতে নৌকা প্রতীকে ভোট দিন।

উল্লেখ্য, তালমা ইউনিয়ন পরিষদের বার বার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন আমার পিতা বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবু শহিদ মিয়া। তিনি এলাকার ব্যাপক উন্নয়ন করেছেন। তার অকাল মৃত্যু হওয়ায় তালমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদটি শূণ্য হয়।

Bootstrap Image Preview