Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মালয়েশিয়া যাওয়ার পথে ৩০ রোহিঙ্গাসহ আটক ২ দালাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০৯ PM
আপডেট: ০৮ ফেব্রুয়ারী ২০১৯, ০২:০৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপ গোলারচর ও শীলখালী উপকূলীয় এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে সমুদ্রে পথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে নারী-শিশুসহ ৩০ রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসময় দুই দালালকে আটক করা হয়।

শুক্রবার ভোরে তাদের আটক করা হয়।

আটক দুই দালাল হলেন, টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের জাহাজপুরা এলাকার হাবিবউল্লাহ ছেলে মহিবুউল্লাহ(২০) ও হ্নীলা ইউনিয়নের দমদমিয়া এলাকার আব্দুল করিমের ছেলে  মো. হুমায়ুন(১৮)।    

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. আসাদুজ্জামান চৌধুরী বলেন, দালালের খপ্পরে পড়ে সমুদ্র পথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ৩০ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। এদের মধ্যে দুইজন বাংলাদেশি দালাল রয়েছেন। রোহিঙ্গাদের মধ্যে ১৭ জন নারী, ৭শিশু ও ৬জন পুরুষ। তারা সকলে উখিয়া-টেকনাফের বিভিন্ন রোহিঙ্গা শিবিরের বসবাসকারী মিয়ানমারের নাগরিক।

তিনি আরও বলেন, আটক নারী-পুরুষদের অনেক নিকট আত্মীয়-স্বজনরা আগে থেকেই থাইল্যান্ড ও মালয়েশিয়ায় অবস্থানের সুবাধে তারা সমুদ্র পথে মালয়েশিয়া যাবার চেষ্টা চালায়। তাদেরকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর প্রক্রিয়া চলছে। আটককৃত দুই দালাল মানবপাচার চক্রের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এছাড়া অন্যান্য দালালদের আটক করার জন্য অভিযান অব্যাহত রয়েছে।

Bootstrap Image Preview