Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় নৌকা পেতে মরিয়া একাধিক প্রার্থী

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩০ AM
আপডেট: ০৭ ফেব্রুয়ারী ২০১৯, ১০:৩০ AM

bdmorning Image Preview


পাট ও পিয়াজের জন্য পরিচিত ফরিদপুরের সালথা উপজেলা। আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী এমপির উন্নয়ন কর্মকান্ডে ভরপুর এ উপজেলায় বইছে নির্বাচনী হাওয়া। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের মনোনয়ন পেতে মরিয়া একাধিক প্রার্থী। 

জানা যায়, ক্ষমতাসীন দল আ’লীগ থেকে সালথা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন দুই ডজন প্রার্থী। তারা হলেন- সাবেক অবিভক্ত নগরকান্দার আওয়ামীলীগ নেতা ইমামুল হোসেন তারা মিয়া, সালথা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন মিয়া, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, গট্টি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মাতুব্বার, উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, ইতালি আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ওয়াসিম জাফর, আওয়ামীলীগ নেতা শফিকুর রহমান মিলন, সৈয়দ মাহতাব হাবিব মিল্টন ও ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম মনোনয়নপ্রত্যাশী বলে জানা গেছে। ইতোমধ্যেই তারা নৌকার টিকিট পেতে দলীয় হাইকমান্ডে লবিং শুরু করেছেন।

এদিকে একক প্রার্থী বাছাইয়ের জন্য মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলার রসুলপুরের হামিদ মঞ্জিলে আওয়ামীলীগের এক বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। তবে সভায় একক কোন প্রার্থী বাছাই করতে না পারায় মনোনয়নপ্রত্যাশী ঐ ৯ জন প্রার্থীর নাম কেন্দ্রে পাঠানো হয়েছে বলে উপজেলা আওয়ামীলীগের দফতর সম্পাদক মজিবুল হক জানিয়েছেন। এছাড়াও ভাইস-চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৬ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে ৫ জনের নাম পাঠানো হয়েছে।

 

 

 

 

Bootstrap Image Preview