Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

খুলনায় ২৪ ঘন্টায় গ্রেফতার ৯৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৭ AM
আপডেট: ০৬ ফেব্রুয়ারী ২০১৯, ১০:০৮ AM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


খুলনা জেলা ও মহানগর পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় মাদকবিক্রেতাসহ ৯৬ জনকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৮টা থেকে বুধবার (৬ ফেব্রুয়ারি) সকাল ৮টা পর্যন্ত জেলার নয় ও মহানগরের আট থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আনিচুর রহমান জানান, জেলা পুলিশের নিয়মিত অভিযানে ২৪ ঘণ্টায় ছয়জন মাদকবিক্রেতাসহ ৫১ জনকে আটকের পর আদালতে সোপর্দ করা হয়েছে। জেলার নয় থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

এসময় তাদের কাছ থেকে ৬৩০ পিস ইয়াবা ও ২৪ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পাঁচটি মামলা দায়ের করা হয়েছে।

খুলনা মহানগর পুলিশের (কেএমপি) অতিরিক্ত উপ-কমিশনার (আরসিডি) শেখ মনিরুজ্জামান মিঠু বলেন, গত ২৪ ঘণ্টায় খুলনা মহানগর পুলিশের অভিযানে মহানগরের আট থানা এলাকা থেকে সাতজন মাদকবিক্রেতাসহ ৪৪ জনকে আটক করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৭১ পিস ইয়াবা ও ৪০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

Bootstrap Image Preview