Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বেনাপোলে স্বর্ণের বারসহ চোরাকারবারী আটক

শহিদুল ইসলাম, বেনাপোল প্রতিনিধি
প্রকাশিত: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫১ PM
আপডেট: ০৫ ফেব্রুয়ারী ২০১৯, ০৩:৫২ PM

bdmorning Image Preview


যশোরের বেনাপোল সীমান্তে ভারতে পাচারের সময় ১৭টি স্বর্ণের বারসহ শাহাবুদ্দিন সরদার (৩০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।  

আজ মঙ্গলবার দুপুরের সময় সীমান্তের পুটখালি এলাকা থেকে এ স্বর্নসহ তাকে আটক করে বিজিবি। আটক শাহাবুদ্দিন সরদার বেনাপোল পুটখালি গ্রামের মোবারক সরদারের ছেলে।

খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার লেঃ কর্নেল ইমরান উল্লাহ খান জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি 
স্বর্ণ চোরাচালানকারী চক্রের এক সদস্য বিপুল পরিমান স্বর্ণের চালান নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করবে। পরে সেখানে অভিযান চালিয়ে মোটরসাইকেলসহ শাহাবুদ্দিন সরদার নামে একজনকে আটক করা হয়। পরে তার মোটরসাইকেল ভিতরে তল্লাশি চালিয়ে সেলফ মোটরের ভিতর থেকে ১৭ টি স্বর্নের বার উদ্ধার করা হয়। 

তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের বারগুলো কাষ্টমস হাউসে ও আসামিকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। 
 

Bootstrap Image Preview