Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় প্রশ্নপত্র ফাঁস চক্রের সদস্য আটক

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ৩১ জানুয়ারী ২০১৯, ০৪:৩৬ PM
আপডেট: ৩১ জানুয়ারী ২০১৯, ০৪:৩৬ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করায় রাজীব হোসেন (১৯) নামে প্রশ্নপত্র ফাঁস চক্রের এক সদস্যকে আটক করেছে র‌্যাব।

বুধবার (৩০ জানুয়ারি) গভীর রাতে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের যুগিকান্দা এলাকা থেকে তাকে আটক করে। রাজীব ঐ গ্রামের সোনা মিয়ার ছেলে।

ফরিদপুর (র‌্যাব-৮) জানায়, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সালথা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ও নিয়মিত টহল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে যুগিকান্দা এলাকায় এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের সদস্য মোঃ রাজীব হোসেনকে আটক করা হয়। এ সময় প্রতারনার কাজে ব্যবহৃত ১টি মোবাইল সেট জব্দ করা হয়।

উল্লেখ্য, অভিযুক্ত মোঃ রাজীব হোসেন একজন দক্ষ মোবাইল টেকনিশিয়ান। সে প্রতারণার উদ্দেশ্যে নিজেই এসএসসি পরীক্ষাসহ বিভিন্ন পাবলিক পরীক্ষার প্রশ্নপত্র অর্থের বিনিময়ে অসাদুপায়ে সরবরাহ করার নিমিত্তে অনলাইন ভিত্তিক একটি ওয়েব পেইজ চালু করে। ইতিমধ্যে বিভিন্ন এসএসসি পরীক্ষার্থীদের অগ্রিম প্রশ্নপত্র সরবরাহ করার লোভ দেখিয়ে প্রতারনামূলক ভাবে নিজের বিকাশ এ্যাকাউন্টে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়।

র‌্যাবের অধিনায়ক মেজর তালুকদার নাজমুছ সাকিব বলেন, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সালথা থানা এলাকায় মাদকবিরোধী অভিযান ও নিয়মিত টহল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পাড়ে- সালথা থানাধীন যুগিকান্দা এলাকায় এসএসসি পরীক্ষার ভূয়া প্রশ্নপত্র ফাঁসকারী চক্রের এক সদস্য এসএসসি পরীক্ষার প্রশ্ন বিক্রয়ের উদ্দেশ্যে প্রতারণামূলক কার্যক্রম চালাচ্ছে। প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে বিশেষ আভিযানিক দলটি বুধবার দিবাগত রাত ১টার দিকে সালথা থানাধীন যুগিকান্দা গ্রামে অভিযান পরিচালনা করে রাজীব হোসেনকে আটক করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে স্বীকার করে, সে উক্ত প্রতারণার সাথে জড়িত। আটককৃত ব্যক্তিকে সালথা থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

Bootstrap Image Preview