Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনাজপুরে মৌমাছির কামড়ে ১৫ জন আহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ জানুয়ারী ২০১৯, ০৭:৫৮ PM
আপডেট: ২৯ জানুয়ারী ২০১৯, ০৭:৫৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


দিনাজপুরের ঘোড়াঘাটে মৌমাছির কামড়ে কৃষক ও পথচারীসহ ১৫ জন আহত হয়েছে।

মঙ্গলবার (২৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঘোড়াঘাট উপজেলার কামদিয়া-ঘোড়াঘাট সড়কের মহুয়াপাড়া মাজার এলাকায় এই ঘটনা ঘটে।

নয়াপাড়া গ্রামের মেহেদুল ও রমজান নামের দুই কৃষক ধানের জমিতে পানি দিচ্ছিল। তারা জানান, ঐ এলাকায় রাস্তার পাশ্বে মাজার সংলগ্ন বটগাছে মৌচাক থেকে হঠাৎ মৌমাছি এসে তাদের কামড় দিয়ে আহত করে।

এ সময় তাদের উদ্ধার করতে কিছু ব্যক্তি আসলে তাদেরও মৌমাছি কামড়ে আহত করে। পরে তারা আত্মরক্ষার্থে গ্রামের দিকে পালিয়ে যায়। তারা জানান, ওই সময়ে ওই এলাকা দিয়ে যারা যায়, তাদেরকেই মৌমাছি কামড় দেয়।

ঘোড়াঘাট পৌরসভার ৯ নং কাউন্সিলর ও প্যানেল মেয়র আব্দুল কাদের সাংবাদিকদের জানান, বুধবারেই মৌমাচির চাকটি সরানোর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview