Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাদারীপুরে অগ্নিকাণ্ডে অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি

মেহেদী হাসান, মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৩ জানুয়ারী ২০১৯, ১১:২৭ AM
আপডেট: ১৩ জানুয়ারী ২০১৯, ১১:৩১ AM

bdmorning Image Preview


মাদারীপুর শিবচরের কুতুবপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৫- ২২টি দোকান পুড়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি ব্যবসায়ীদের।

গতকাল শনিবার রাত ৮টা দিকে এ ঘটনাটি ঘটে।   

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, শনিবার রাত আনুমানিক সাড়ে ৮টার সময় শিবচর উপজেলার কুতুবপুর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে কুতুবপুর বাজারে বিভিন্ন ব্যবসায়ীদের ১৫টি দোকান সম্পূর্ণ পুড়ে যায় এবং আরো ৭ টি দোকান আংশিক পুড়ে যায়। এতে প্রায় ৫০ লাখ টাকার বেশী ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা দাবি করেন।

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হলো চাউলের দোকান মজিবর রহমান হাওলাদার, হার্ডওয়্যারের দোকান রুহুল আমিন বেপারী, কসমেটিকসের দোকান লুৎফর রহমান ফকির, কম্পিউটারের দোকান বাশার ফকির, স্টুডিও বাদশা মিয়া, হার্ডওয়্যারের দোকান কাদির মোল্যা, লেপ-তোশকের দোকান জসিম ফকির, ইব্রাহিম শিকদার, কিনু মিয়া। শিবচর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে ২ ঘন্টা চেস্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

কিনু মিয়ার ব্যাটারী চার্জের দোকান থেকে বৈদ্যুৎতিক শর্টসার্কিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান।

শিবচর ফায়ার সার্ভিস ইনচার্জ মতুর্জা ফকির জানান, কুতুবপুর বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় ১৫টি দোকান ভস্মিভূত হয়েছে। ৮টি ঘর সম্পূর্ণ পুড়ে গেছে ফায়ার সার্ভিসের একটি ইউনিট প্রায় ২ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

Bootstrap Image Preview