Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভোটের ফল যাই হোক মেনে নেব: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৮ AM
আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮, ০৮:৫৮ AM

bdmorning Image Preview
সংগৃহীত


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজধানীর ঢাকা সিটি কলেজ কেন্দ্রে ভোট দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ভোটের ফল যা-ই হোক না কেন, তা আওয়ামী লীগ মেনে নেবে।

রবিবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা ৫৩ মিনিটে গণভবন থেকে ওই কেন্দ্রে পৌঁছান তিনি। পরে ৮টায় ভোটগ্রহণ শুরুর পরপরই তিনি ভোট দেন। এসময় তার সঙ্গে বোন শেখ রেহানা এবং মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলও ভোট দেন।

ভোট দেওয়া শেষে সাংবাদিকদের শেখ হাসিনা বলেন, ভোট হচ্ছে মানুষের অধিকার। আমরা চাই, শান্তিপূর্ণ পরিবেশে সবাই তাদের ভোটাধিকার প্রয়োগ করুক। এসময় তিনি আওয়ামী লীগের জয়ের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন।

এসময় তিনি আরও বলেন, জনগণ স্বাধীনতার পক্ষের শক্তিকে ভোট দেবে। আপনারা জানেন, এ পর্যন্ত আমাদের ১০ নেতাকর্মী নিহত হয়েছেন। ভোটের ফল যা হয়, আমরা মেনে নেব। আওয়ামী লীগ মেনে নেবে।

প্রসঙ্গত, রাজধানীর ধানমন্ডি, হাজারিবাগ, নিউ মার্কেট এবং কলাবাগান থানা এলাকা নিয়ে ঢাকা-১০ সংসদীয় আসনের একটি ভোট কেন্দ্র ঢাকা সিটি কলেজ। জাতীয় সংসদের এই আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী আবদুল মান্নান।

Bootstrap Image Preview