Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

চুয়াডাঙ্গায় এসপির গাড়িতে হামলা, গুলিবিদ্ধ হামলাকারী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:২৮ PM
আপডেট: ২৪ ডিসেম্বর ২০১৮, ০৯:২৮ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


চুয়াডাঙ্গা সহকারী পুলিশ সুপার (এএসপি) আবু রাসেলের গাড়িতে বোমা হামলা চালিয়ে পালানোর সময় পুলিশের গুলিতে আহত হয়ে টিটু নামে এক যুবক আটক হয়েছেন।

গতকাল রবিবার রাত ৯টার দিকে চুয়াডাঙ্গা-জীবননগর সড়কের দর্শনা ফিলিং স্টেশনের সামনে এ ঘটনা ঘটে।

চুয়াডাঙ্গা পুলিশ জানিয়েছে, জেলার উথলী ইউনিয়নের একটি দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে ফেরার পথে জীবননগর -চুয়াডাঙ্গা সড়কের দর্শনা ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে এএসপি রাসেলকে বহনকারী গাড়িতে বোমা ছুঁড়ে মারে টিটু। এতে পুলিশের গাড়ির ডান দিকের গ্লাস ক্ষতিগ্রস্ত হয়। তবে রাসেলসহ বাকি তিন কনস্টেবল অরক্ষিত ছিলেন।

সহকারী পুলিশ সুপার আবু রাসেল জানান, রাত ৯টার দিকে দর্শনা ফিলিং স্টেশনের কাছে পৌঁছালে মোটরসাইকেল আরোহী দুই যুবকের মধ্যে একজন তার গাড়িতে বোমাটি মারে। পরে পুলিশ সদস্যরা গাড়ি থেকে নেমে ওই দুই যুবককে ধাওয়া দেয়। তাদের পথ রোধ করতে গুলি ছোঁড়া হলে এতে একজন আহত হন।

ঘটনার পর রাতেই চুয়াডাঙ্গা পুলিশ সুপার মাহবুবুর রহমান পিপিএম তাৎক্ষণিক এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের জানান, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তার গাড়িতে হামলা চালিয়ে বড় ধরনের অঘটন ঘটানোর পরিকল্পনা ছিল হামলাকারীদের। তবে অল্পের জন্য পুলিশের সবাই প্রাণে রক্ষা পেয়েছেন।

হামলাকারী যুবক টিটুকে উদ্ধার করে রাতে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আওলিয়ার রহমান জানান, গুলিতে আহত যুবকের ডান পা ক্ষতবিক্ষত হয়েছে। এ ছাড়া তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রাতেই তাকে ঢাকাতে স্থানান্তর করা হয়েছে।

Bootstrap Image Preview