Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পাঁচবিবিতে জামায়াত-বিএনপির ২৭ জনের বিরুদ্ধে মামলা, আটক ১

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০১৮, ০৯:৪১ PM
আপডেট: ২০ ডিসেম্বর ২০১৮, ০৯:৪১ PM

bdmorning Image Preview


মঙ্গলবার (১৮ ডিসেম্বর) মধ্যরাতে পাঁচবিবির পিয়ারা গ্রামে আ.লীগের নির্বাচনী অফিসের ব্যানার ছিড়া ও চেয়ার ভাংচুরের ঘটনায় জামায়াত-বিএনপির ২৭ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছে স্থানীয় আ.লীগ কর্মী নুরুল আমিন।

এ ঘটনায় আপেল (৩৫) নামে একজনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২০ ডিসেম্বর) বিকেলে পাঁচবিবি দানেজপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করে। আটককৃত আপেল দানেজপুর এলাকার মিঠুর ছেলে বলে জানিয়েছে পুলিশ। 

এদিকে মামলার বিষয়টি নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলার রহমান জানান, আ.লীগের নির্বাচনী অফিস ভাংচুরের অভিযোগ এনে নুরুল আমিন নামে একজন ব্যক্তি ২৭ জন জামায়াত-বিএনপির নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেন। মামলা নং-৩৭/ ১৯.১২.১৮ইং। এ ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের গ্রেফতারে তৎপরতা চলছে। 


 

Bootstrap Image Preview