Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপিপ্রার্থী মজনুকে ২০ মামলায় জামিন দিল হাইকোর্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:১৬ PM
আপডেট: ০৪ ডিসেম্বর ২০১৮, ১০:১৬ PM

bdmorning Image Preview


আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-১ থেকে বিএনপি মনোনীত প্রার্থী ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সভাপতি রফিকুল আলম মজনুকে ২০ মামলায় ২ মাসের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৪ ডিসেম্বর) বিচারপতি মুহাম্মাদ আবদুল হাফিজ ও বিচারপতি মহিউদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ আসনে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মনোনয়নপত্র বাতিল হওয়ায় তিনি এখন একমাত্র প্রার্থী। আদালতে মজনুর জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন।

এ সময় উপস্থিত ছিলেন- অ্যাডভোকেট এম. মাসুদ রানা, রমজান আলী ও ফারুক হোসেন।

মাসুদ রানা বলেন, রফিকুল আলম মজনুর বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ২২টি মামলা দায়ের হয়েছে। এসব মামলায় তিনি হাইকোর্টে জামিন চেয়ে গত ২ ডিসেম্বর আবেদন জানান। তিনি ফেনী-১ আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। এ অবস্থায় তার জামিন চেয়ে আবেদনের শুনানি নিয়ে তাকে ২ মাসের জামিন দেন হাইকোর্ট।

প্রসঙ্গত, এর আগে রাজধানীর বিভিন্ন এলাকায় মিছিল, মিটিং, গোপন বৈঠক, পুলিশের দায়িত্বপালনে বাধা, ককটেল বিস্ফোরণসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে ২২টি মামলা দায়ের করা হয়।

Bootstrap Image Preview