Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দ্রুত ভূমিহীন পরিবারের মাঝে সবগুলো ঘর হস্তান্তরের নির্দেশ

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৪ PM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


ফরিদপুরের সালথায় সিভিআরপি প্রকল্পের ২য় পর্যায়ে ৪টি গুচ্ছগ্রাম নির্মাণ কাজ প্রায় শেষের দিকে। উপজেলার গট্টি ইউনিয়নের বালিয়া গট্টি, যদুনন্দী ইউনিয়নের খারদিয়া, রামকান্তপুর ইউনিয়নের শৈলডুবি ও আটঘর ইউনিয়নের গৌড়দিয়া গ্রামে নির্মিত হচ্ছে এই গুচ্ছগ্রাম।

আজ সোমবার নবনির্মিত এই ৪টি গুচ্ছগ্রাম পরিদর্শন করেন প্রকল্প উপ-পরিচালক একে নুরুল আমিন সরকার।

গুচ্ছগ্রাম পরিদর্শণকালে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মো. মাকছুদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে ছিলেন, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সী, রামকান্তপুর ইউপি চেয়ারম্যান আশ্রাফ আলী লিটু, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমুখ।

পরিদর্শণকালে উপ-পরিচালক একে নুরুল আমিন সরকার গুচ্ছগ্রামগুলো নির্মাণ কাজ দেখে সন্তুষ্ট প্রকাশ করেছেন। পাশাপাশি মাটির কাজ শেষ করে দ্রুত ভূমিহীন পরিবারের মাঝে সবগুলো ঘর হস্তান্তর করার নির্দেশ দিয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

Bootstrap Image Preview