Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে ইয়াবাসহ বিজিবি সদস্য আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৩০ AM
আপডেট: ০৩ ডিসেম্বর ২০১৮, ১০:৩৩ AM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফে হ্নীলা ইউনিয়নের বাসস্টেশন এলাকায় ঢাকাগামী সেন্টমার্টিন পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবাসহ বিজিবির এক সদস্যকে আটক করেছে পুলিশ।

রবিবার রাত ১০টার দিকে তাকে আটক করা হয়।

আটক মো. এনামুল হক (৩৫) ঢাকা সেনানিবাসের ৩২৫ দক্ষিণ কাফরোল এলাকার বাসিন্দা। তিনি টেকনাফ ২ বিজিবি ব্যাটালিয়নের সৈনিক হিসেবে দায়িত্বরত আছেন।

তথ্যের সত্যতা নিশ্চিত করে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস বলেন, ঢাকাগামী গাড়িতে করে এক যাত্রী ইয়াবা পাচার করছে, এমন খবর পেয়ে পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। অভিযানকালে বেশকিছু ইয়াবার পুটলাসহ এক ব্যাক্তিকে আটক করা হয়। পরে গণনা করে তার কাছ থেকে ২ হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।

পরিচয় জানতে চাইলে আটক ব্যক্তি জানান তিনি বিজিবি সদস্য। ছুটি নিয়ে বাড়ি যাওয়ার পথে খরচ জোগাড়ের জন্য ইয়াবা নিয়ে যাচ্ছিলেন। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা করে সোমবার সকালে কক্সবাজার কারাগারে পাঠানো হবে বলে জানান ওসি।

এ বিষয়ে বিজিবি টেকনাফ-২ ব্যাটালিয়ন কমান্ডার লে. কর্নেল আছাদুজ্জামান জানান, আটক বিজিবি সদস্যকে তাদের নিজস্ব আইনের অধীনে বিচার করা হবে।

Bootstrap Image Preview