Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করে টাইগারদের ইতিহাস

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ ডিসেম্বর ২০১৮, ০২:৪২ PM
আপডেট: ০২ ডিসেম্বর ২০১৮, ০৪:০৩ PM

bdmorning Image Preview


টেস্ট ক্রিকেটে কোন দেশকে প্রথম ফলোঅনে ফেলিয়ে বিরাট জয়ে নতুন ইতিহাস রচনা করলো বাংলাদেশ। সেই সাথে ঘরের মাঠে প্রথমবারের মত ওয়েস্ট ইন্ডিজকে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ করলো। সত্যিই এই জয় এক অসাধারণ জয়, এই জয় টাইগারদের এক বিরাট অর্জন।

ইতিহাস গড়া এই ম্যাচে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন মেহেদী হাসান মিরাজ। জাদুকরী স্পিনের ঘূর্ণিতে উইকেট নিলেন মনের মত। তাঁর বোলিংয়ের সামনে কোন পাত্তাই পেলো না ক্যারিবিয়ান ব্যাটসম্যানরা। অসহায়ের মত বিলিয়ে দিয়ে আসতে লাগলেন নিজেদের। এক ইনিংসে মিরাজ ইংল্যান্ডের বিপক্ষে ৬ উইকেট নিয়েছিলেন যা এতোদিন তাঁর সেরা বোলিং ছিলো। কিন্তু আজ সেটি টপকে গেলেন নিয়ে নিলেন ৭ উইকেট। 

মিরাজময় এই দিনের বিকাল যেন সূর্যের আলোয় ঝলমল ঝলমল করছিলো। সেই আলো নিমেষেই ছড়িয়ে গেলো চার পাশে। গ্যালারিতে মিরাজ মিরাজ কন্ঠে ভক্তদের চিৎকার। এ যেন এক অন্য রকম খুশিতে ভেসে গেলো মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম।

প্রথমে টসে জিতে আগে ব্যাটিং করে সব উইকেট হারিয়ে ৫০৮ রান করে বাংলাদেশ। পাহাড় সমান এই রানের জবাবে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ১১১ রানে অলআউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ফলে ফলোঅনে পড়ে যায় ক্যারিবিয়ানরা। এরপর আবার দ্বিতীয় ইনিংসে ব্যাটিং করতে নেমে ২১৩ রানে গুটিয়ে যায় তারা।

দ্বিতীয় ইনিংসে উইকেট নিয়েছেনঃ সাকিব(১), মিরাজ(৫), তাইজুল(৩), নাঈম(১)।

প্রথম ইনিংসে উইকেট নিয়েছেনঃ সাকিব(৩) ও মিরাজ(৭)টি।

টাইগারদের রানের সংক্ষিপ্ত স্কোরঃ  সৌম্য সরকার (১৯), মুমিনুল(২৯), মিথুন (২৯), সাদমান(৭৬), মুশফিক(১৪),সাকিব(৮০), লিটন(৫৪), মিরাজ(১৮), মাহমুদউল্লাহ (১৩৬) ও নটআউট নাঈম হাসান(১২)।

মিরাজের তিন নম্বর উইকেটঃ লাঞ্চের পর বাংলাদেশের জয়ের জন্য ৪ উইকেটের প্রয়োজন ছিলো। সেই সময় ক্যারিবিয়ান শিবিরে উঠে পড়ে আক্রমন করতে থাকে তাইজুল নাঈম ও মিরাজ। একের পর এক আক্রমনে মিরাজের ঘূর্ণিতে ধরা পড়েন বিষু। স্লিপে সৌম্যর কাছে ক্যাচ দিতে বাধ্য হন তিনি।

ডোরিচকে ফাঁদে ফেলালেন নাঈমঃ সাকিব, মিরাজ ও তাইজুল যখন পাল্লা দিয়ে উইকেট নিচ্ছেন তখন কেনোই বাঁ থেমে থাকবেন নাঈম হাসান। প্রথম ইনিংসে মিরাজের দাপটে বোলিং করার একে বারেই সুযোগ পাননি তিনি। তাই দ্বিতীয় ইনিংসের শুরুতে বোলিং করার সুযোগ পেয়ে ডোরিচকে আউট করে উইকেটের খাতা খোলেন।

চেজকে ফেরালেন তাইজুলঃ প্রথম উইকেট নেওয়ার আনন্দের রেশ কাট কাটতেই ক্যারিবিয়ানদের দ্বিতীয় উইকেটের পতন ঘটান তাইজুল।চেজকে মুমিনুলের হাতে ক্যাচ দিতে বাধ্য করেন তিনি। 

তিন নম্বর উইকেট নিলেন তাইজুলঃ সাকিব ও মিরাজ যখন উইকেট নিয়ে ক্লান্ত তখন সেই দায়িত্বটা নিলেন তাইজুল ইসলাম।নিজের প্রথম ওভারে আম্ব্রিসকে এলবিডব্লিউ আউটের ফাঁদে ফেলিয়ে মাঠ ছাড়া করেন।

সাকিবের পর মিরাজের আঘাতঃ প্রথম ইনিংসের মত দ্বিতীয় ইনিংসেও দাপটে বোলিং করতে থাকেন মিরাজ। প্রথম ওভারে সাকিবের উইকেটের ৪ ওভারের মাথায় পওেলকে স্ট্যাম্পিংয়ের ফাঁদে ফেলেন মিরাজ। মাঠের এমন খেলা দেখে মনে হচ্ছে উইকেট নেওয়ার জন্য নিজেদের মধ্যে প্রতিযোগিতা শুরু করে দিয়েছেন সাকিব ও মিরাজ।

প্রথম ওভারেই সাকিবের আঘাতঃ আগেই থেকে সাকিব পন করে রেখেছেন পাল্টা প্রতিশোধ নিবেন। সেই কথা যেন অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছেন। কোন ভাবেই ওয়েস্ট ইন্ডিজ ব্যাটসম্যানদের উইকেটে দাঁড়াতে দিচ্ছেন না। দ্বিতীয় ইনিংসের প্রথম ওভারে ব্রাফেটকে এলবিডব্লিউ আউট করে সাজ ঘরে পাঠান।

টাইগার একাদশঃ সাকিব আল হাসান (অধিনায়ক), সৌম্য সরকার, মুমিনুল হক, সাদমান ইসলাম, মুশফিকুর রহিম, লিটন দাস, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম ও নাঈম হাসান।

Bootstrap Image Preview