Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাজনীতিতে দোর্দণ্ড প্রতাপ হারাচ্ছে সাকা পরিবার

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ২৯ নভেম্বর ২০১৮, ০৬:২৯ PM
আপডেট: ২৯ নভেম্বর ২০১৮, ০৬:৫১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


চট্টগ্রামের রাজনীতিতে একসময় দোর্দণ্ড প্রতাপ খাটাতো বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাকা চৌধুরীর পরিবার।মানবতাবিরোধী অপরাধের দায়ে সাকা চৌধুরীর ফাঁসি হওয়ার পর থেকে তার পরিবার রাজনীতিতে অনেকটা কোণঠাসা। দীর্ঘদিন ধরে উত্তর চট্টগ্রামে ভোটের রাজনীতিতে আধিপত্য বিস্তারকারী সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর পরিবারের কোন প্রার্থী নেই।

মূলত এর মাধ্যমে চট্টগ্রামের রাজনীতি থেকেও সাকা পরিবারের বিদায় হয়েছে বলে মন্তব্য করছেন অনেকেই।

১৯৭৯ থেকে ২০০৮ সালের সংসদ নির্বাচনে চট্টগ্রামের রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ি থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সালাহউদ্দিন কাদের (সাকা) চৌধুরী।

মুসলিম লীগ, জাতীয় পার্টি ও এনডিপি ঘুরে সর্বশেষ তিনি এমপি হন বিএনপি থেকে। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের দায়ে বছর তিনেক আগে সাকার ফাঁসির দণ্ডাদেশ কার্যকর হয়েছে। এর পর থেকে সাকার আসনে তাঁর স্ত্রী ফারহাত কাদের চৌধুরী ও ছেলে হুম্মাম কাদের চৌধুরীর নির্বাচন করার গুঞ্জন চলছিল। কিন্তু বিএনপির মনোনয়নপ্রাপ্তদের তালিকায় তাঁদের কাউকে পাওয়া যায়নি।

অপরদিকে সাকার স্ত্রী-ছেলের বাইরে ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর নামও ছিল মনোনয়নের আলোচনায়। রাউজান ও রাঙ্গুনিয়া থেকে একাধিকবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন গিয়াস। তিনি বিএনপির ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন। গত মঙ্গলবার পর্যন্ত তিনিও মনোনয়ন পাননি। 

এদিকে জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বিএনপির সাধারণ নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ ছিল সাকা চৌধুরীর পরিবার নিয়ে। কিন্তু শেষ পর্যন্ত ওই পরিবারের কেউ নির্বাচন করছেন না। তবে কেউ কেউ এটিকে অঘটন উল্লেখ করে বলেছেন, নানা প্রতিকূল পরিস্থিতির কারণে এবার সাকা পরিবারের সদস্যরাও নির্বাচনে অংশ নিতে আগ্রহী ছিল না। তাই তারা বিএনপির মনোনয়ন চাননি।

দলীয় সূত্রমতে, সাকা চৌধুরী বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে বেশ কয়েকবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছেন। আর যতবারই সংসদ নির্বাচন করেছেন, ততবার কোনো না কোনো আসনে বিজয়ী হয়েছেন।

রাউজান, রাঙ্গুনিয়া ও ফটিকছড়ির তিনটি আসন থেকে ছয়বার জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। প্রথম তিন সংসদ নির্বাচনে রাউজান থেকে এমপি হলেও পরের তিন নির্বাচনে রাঙ্গুনিয়া ও ফটিকছড়ির দুটি আসনে নির্বাচন করেছিলেন।

দলীয় সূত্র জানায়, সাকা চৌধুরীর স্ত্রী ও ছেলে নিজ থেকেই প্রার্থী হতে আগ্রহ প্রকাশ করেননি। এ অবস্থায় নির্বাচনী লড়াইয়ে এবারই প্রথম সাকা পরিবারের কোনো সদস্য থাকছেন না নির্বাচনী লড়াইয়ে।

প্রসঙ্গত, ১৯৭৯ সালের নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া-বোয়ালখালীর একাংশ) ও চট্টগ্রাম-৬ (রাউজানের) আসন থেকে মুসলিম লীগের এমপি নির্বাচিত হন সাকা চৌধুরী। তিনি ১৯৮৬ সালে চট্টগ্রাম-৬ আসনে এমপি হন জাতীয় পার্টির ব্যানারে। আর ১৯৯১ সালে এমপি হন এনডিপি থেকে। এরপর  ১৯৯৬ ও ২০০১ সালে চট্টগ্রাম-৭ আসনে ধানের শীষে এমপি হন।

Bootstrap Image Preview