Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সালথায় পরিবার পরিকল্পনার এ্যাডভোকেসী সভা

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২০ নভেম্বর ২০১৮, ০৪:৪৫ PM
আপডেট: ২০ নভেম্বর ২০১৮, ০৪:৪৫ PM

bdmorning Image Preview


সারাদেশের ন্যায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন উপলক্ষে ফরিদপুরের সালথায় এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২টায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসে এ সভার আয়োজন করা হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাসের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা শিক্ষা অফিসার মো. খোরশেদ আলম, পরিবার পরিকল্পনার সহকারী অফিসার কাইয়ুম ভূইয়া, সালথা প্রেসক্লাবের সহসভাপতি আবু নাসের হুসাইন। সভায় ২৪ নভেম্বর থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হবে বলে জানা যায়।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিস সহকারী দীলিপ কুমার সরকার ও সকল মাঠ কর্মীবৃন্দ। 

উক্ত সভায় সভাপতি বলেন, ২০০১ সাল থেকে ২০১৮ সালের মধ্যে বাংলাদেশ মাতৃমৃত্যুর হার ৩২২ থেকে ১৭০ এ হ্রাস পেয়েছে। এটি একটি উল্লেখযোগ্য সফলতা। জন্মহার হ্রাস, মাতৃস্বাস্থ্য সেবার সুযোগ সৃষ্টি, গর্ভকালে, প্রসবকালে ও প্রসব পরবর্তী সময়ে মাতৃস্বাস্থ্য সেবা গ্রহণের হার বৃদ্ধি এবং আর্থ-সামাজিক অগ্রগতির ফলে এ সফলতা অর্জন করা সম্ভব হয়েছে।

 

Bootstrap Image Preview