Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারায়ণগঞ্জ থেকে বিএনপির মনোনয়ন নিলেন তৈমুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৯:৫৯ PM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৯:৫৯ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিশাল শো-ডাউন নিয়ে নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসন থেকে বিএনপির মনোনয়নপত্র সংগ্রহ করেছেন অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার।

আজ মঙ্গলবার সকালে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সিলেট বিভাগীয় বুথ থেকে তিনি ওই মনোনয়নপত্র কেনেন। এ সময় তার সঙ্গে দলের অনেক নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

তৈমুর আলম বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি।

এর আগে তৈমুর আলম খন্দকার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে দলীয় মনোনয়ন পেয়েছিলেন। তবে নির্বাচনের একদিন আগে দলের হাই কমান্ডের নির্দেশে নির্বাচন থেকে সরে যেতে বাধ্য হন তিনি। ওই সময় তৈমুর আলম খন্দকার বলেছিলেন, গরুকে কোরবানি দেয়া হলেও সময় দেয়া হয় কিন্তু আমাকে কোরবানি দেয়া হলেও সময় দেয়া হয়নি।

প্রসঙ্গত, এদিকে গতকাল সোমবার সকাল থেকে ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দলীয় মনোনয়নপত্র বিক্রির কার্যক্রম শুরু হয়। রাত ৮টা পর্যন্ত প্রথম দিনে আট বিভাগে মোট ১৩২৬টি মনোনয়ন ফরম বিক্রি করে দলটি। ফরম বিক্রিও প্রতি দিন বাড়ছে।

Bootstrap Image Preview