Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিএনপির অনুরোধেও প্রার্থী হচ্ছেন না ডা. কামাল

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ নভেম্বর ২০১৮, ০৯:৪৪ AM
আপডেট: ১৩ নভেম্বর ২০১৮, ০৯:৫১ AM

bdmorning Image Preview


একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির পক্ষ থেকে তাকে প্রার্থী হতে অনুরোধ জানানো হলেও প্রার্থী হতে চাচ্ছেন না জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বিএনপির পক্ষ থেকে প্রার্থী হতে অনুরোধ জানালে শারীরিক অসুস্থতার কথা জানান তিনি।

গত ৯ নভেম্বর রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানের জনসভায়ও তিনি এ কারণে যেতে পারেনি। তবে মোবাইল ফোনে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশে বক্তব্য দেন ড. কামাল।

এ বিষয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বলেন, ‘ড. কামাল হোসেনকে আমিও নির্বাচনে প্রার্থী হতে অনুরোধ করেছি। কিন্তু তিনি কোনোভাবেই রাজি হচ্ছেন না।’

একাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে উদ্ভূত রাজনৈতিক পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অবতীর্ণ হয়েছেন ড. কামাল হোসেন। দেশে-বিদেশে তার পরিচতি কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ায় বিএনপি।

একই সঙ্গে খালেদা জিয়ার মুক্তি ও নিরপেক্ষ সরকারের দাবিসহ সাত দফার পক্ষে জোরালো অবস্থান নেন আ স ম আবদুর রব, মাহমুদুর রহমান মান্না ও বঙ্গবীর কাদের সিদ্দিকীর মতো দেশের বিশিষ্ট রাজনীতিকরা।

ড. কামালের ঘনিষ্ঠ সূত্র তার বরাত দিয়ে জানিয়েছেন,  গেল কয়েক দিন ধরে শারীরিক অসুস্থতার কারণে তিনি বাসায়ই থাকছেন।

Bootstrap Image Preview