Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

যেসব অাসনে আ.লীগের প্রার্থী একজন করেই

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ১০:১১ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ১০:১১ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ঘনিয়ে আসছে একাদশ জাতীয় সংসদ নির্বাচন। প্রার্থীরা সংরহ করছেন। নির্বাচনে ৮ বিভাগের মধ্যে মোট ৫ বিভাগের ৭টি আসনে একক প্রার্থী পাচ্ছে আওয়ামী লীগ।

সোমবার (১২ নভেম্বর) মনোনয়ন ফরম বিতরণ ও জমাদান কার্যক্ষম শেষ হওয়ার পর থেকে বুথ সংশ্লিষ্টরা এ তথ্য নিশ্চিত করেন।

যেসব আসনে একক প্রার্থী হিসেবে মনোনয়ন তুলেছেন- ঢাকা বিভাগে গোপালগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, গোপালগঞ্জ-২ আসনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম। রিশাল বিভাগে একক প্রার্থী হিসেবে রয়েছেন বরিশাল-১ আসন থেকে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য শেখ হাসনাত আবদুল্লাহ। খুলনা বিভাগ থেকে বাগেরহাট-১ শেখ হেলাল উদ্দিন, খুলনা-২ আসন থেকে শেখ সালাউদ্দিন জুয়েল।

এ ছাড়া সিলেট বিভাগ থেকে মৌলভীবাজার-১ আসন থেকে শাহাবুদ্দিন, চট্টগ্রাম বিভাগ থেকে নোয়াখালী-৫ আসন থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

অন্যদিকে, রংপুর বিভাগ, রাজশাহী বিভাগ ও ময়মনসিংহ বিভাগে কোনো আসনে একক প্রার্থীর নামের তালিকা পাওয়া যায়নি।

এ দিকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পুনঃনির্ধারিত তফসিল প্রজ্ঞাপন আকারে জারি করেছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটের দিন ৩০ ডিসেম্বর ও  ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য করা হয়েছে।

সোমবার (১২ নভেম্বর) সন্ধ্যায় নির্বাচন কমিশনের (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ এই প্রজ্ঞাপন জারি করেন।

প্রজ্ঞাপনে বলা হয়, রিটার্নিং কর্মকর্তা/সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৯ ডিসেম্বর। ভোটের দিন ৩০ ডিসেম্বর।

আগের তফসিলে ছিল- ভোট ২৩ ডিসেম্বর (রবিবার)। মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৯ নভেম্বর (সোমবার)। মনোনয়নপত্র বাছাইয়ের দিন ২২ নভেম্বর (বৃহস্পতিবার)। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ নভেম্বর (বৃহস্পতিবার)।

Bootstrap Image Preview