Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কারামুক্ত হলেন আমীর খসরু

বশির আলমামুন, চট্টগ্রাম প্রতিনিধিঃ
প্রকাশিত: ১২ নভেম্বর ২০১৮, ০৯:০৭ PM
আপডেট: ১২ নভেম্বর ২০১৮, ০৯:৪৯ PM

bdmorning Image Preview


বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী কারামুক্ত হয়েছেন।

সোমবার (১২ নভেম্বর) ভোর ৭টায় তিনি চট্টগ্রাম কারাগার থেকে মুক্ত হন।

বিষয়টি নিশ্চিত করে নগর বিএনপির সহ দফতর সম্পাদক ইদ্রিস আলী বলেন, ভোর ৭টায় তিনি কারাগার থেকে বের হন। বাইরে অপেক্ষমান নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান। ৪ নভেম্বর তিনি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। এরপর রাষ্ট্রপক্ষ জামিন আদেশের বিরুদ্ধে আপিল করে। সেই আপিল খারিজ হওয়ায় তিনি কারামুক্ত হলেন।

উল্লেখ্য, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইন এবং বিশেষ ক্ষমতা আইনে দায়ের হওয়া মামলায় গত ২১ অক্টোবর আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। গত ৪ আগস্ট রাতে আমীর খসরুর বিরুদ্ধে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭(২) এবং বিশেষ ক্ষমতা আইনে নগরের কোতোয়ালী থানায় মামলা করেন চট্টগ্রাম মহানগর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাকারিয়া দস্তগীর।

মামলার এজাহারে বলা হয়, আমীর খসরু মাহমুদ চৌধুরী দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিলেন। ইলেক্ট্রনিক্স ডিভাইস ব্যবহারের মাধ্যমে রাষ্ট্রে নৈরাজ্য সৃষ্টির উদ্দেশ্যে তিনি উসকানিমূলক বক্তব্য দিয়েছেন। 

Bootstrap Image Preview