Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিএনজি চালককে পিটিয়ে স্বাক্ষর নিয়ে জমি দখলের অভিযোগ

মীরসরাই প্রতিনিধি:
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৬:৩৪ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৬:৩৪ PM

bdmorning Image Preview


চট্রগ্রামের মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের দরিদ্র সিএনজি চালককে পিটিয়ে স্টাম্পে স্বাক্ষর নিয়ে তার জমি জবরদখল করতে চায় স্থানীয় কতিপয় প্রভাবশালী। অবশেষে দরিদ্র সিএনজি চালক এই বিষয়ে চট্টগ্রামের জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে। জীবনের নিরাপত্তায় গণমাধ্যমকর্মীদের সহযোগিতা প্রার্থনা করেন তিনি।

রবিবার (১১ নভেম্বর) মীরসরাই উপজেলার মঘাদিয়া ইউনিয়নের দরিদ্র সিএনজি চালক সুমন চন্দ্র নাথ (৩২) স্থানীয় গণমাধ্যমকর্মীদের কাছে রঅশ্রুসিক্ত হয়ে এসব অভিযোগ করেন।

তিনি বলেন, আমি পিতৃমাতৃহীন একজন সাধারণ খেটে খাওয়া মানুষ। সহায়-সম্বল বলতে সামান্য কিছু ফসলি জমি। কিন্তু আমার এলাকার প্রভাবশালী পক্ষ মৃণাল কান্তি, সুনিল চন্দ্র, দিলীপ গং এর চোখ পড়ে আমার সামান্য ৩ শতক জমির উপর। গত ৭ নভেম্বর উক্ত ব্যক্তিগণ আমাকে পিটিয়ে ও লাঞ্চিত করে তিন শত টাকার স্ট্যাম্পে বায়নানামা বানিয়ে জোরপূর্বক আমার স্বাক্ষর নেয়।

এ বিষয়ে স্থানীয় পর্যায়ে সহযোগিতা চাইলে কেউ সহযোগিতা করতে অপারগতা প্রকাশ করলে আমি চট্টগ্রাম জর্জকোর্টের অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট এর আদালতে মিচ মামলা নং ৯৭৮/ ২০১৮ দায়ের করি।

দরিদ্র সুমন বলেন, আমাকে সেদিন পিটিয়ে আহত করার পর কোনভাবে প্রাণে বেঁচে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে ডাঃ সুমন চন্দ্র নাথ এর কাছে চিকিৎসা গ্রহণ করি। আদালতের শরনাপন্ন হবার পর আবার আমার উপর হামলা হতে পারে। তাই গণমাধ্যমকর্মীদের কাছে তার জীবনের নিরাপত্তা চেয়ে পুলিশ প্রশাসনের সহযোগিতার আবেদন ও জানান।

এ বিষয়ে স্থানীয় ১১নং মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গির হোসেন বলেন, বিষয়টি আমি জেনেছি এবং ইতিমধ্যে স্থানীয় পর্যায়ে সমাধানের চেষ্টা ও চলছে।

মীরসরাই থানার ওসি তদন্ত বিপুল দেবনাথ বলেন, এ বিষয়ে আমাদের কাছে এখনো কেউ সহযোগিতা চাইতে আসেনি। এলে আমরা অবশ্যই সকল প্রকার আইনী সহযোগিতা প্রদান করবো।

এ বিষয়ে অভিযুক্ত মৃণাল কান্তি নাথ বলেন, আমরা স্বীকার করছি জমিটি সুমনের, কিন্তু সে আমাদের কাছে বিক্রি না করে অন্যের কাছে বিক্রি করতে চাইছে।

হামলাকারী  মৃণাল এর কোন সদুত্তর দিতে পারেনি গণমাধ্যমকর্মীদের।

Bootstrap Image Preview