Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সাপাহারে প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০৪:৩০ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০৪:৩০ PM

bdmorning Image Preview


গোলাপ খন্দকার সাপাহার (নওগাঁ) প্রতিনিধিঃ

"মাদককে না বলি, মাদক মুক্ত সমাজ গড়ি" এই স্লোগানকে সামনে রেখে নওগাঁর সাপাহারে যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে এক প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে।

আজ রবিবার উপজেলার সদর ইউনিয়নের ডাঙ্গাপাড়া (করলডাঙ্গা) গ্রামের যুব সমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

সাপাহার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রতিবছরের ন্যায় ওই গ্রামের যুব-সমাজ বিভিন্ন খেলার আয়োজন করে থাকে। এ বছর তারা গ্রাম বাংলার জনপ্রিয় খেলা ফুটবল খেলার আয়োজন করে।

ফুটবল খেলায় বিশ্বকাপ ফুটবলে এলাকার যুবকরা সাধারণত যে দলগুলোর সমর্থক হয়ে থাকে সেই চিরপ্রতিদন্দ্বী দল আর্জেন্টিনা ও ব্রাজিল দলের সমর্থকদের আলাদা করে দুই দলে খেলাটি পরিচালিত হয়েছে খেলাটি দেখতে উৎসুক জনতা ছিল অনেক। এ খেলায় ব্রাজিলকে ১ গোলে পরাজিত করে আর্জেন্টিনা দলের সমর্থকরা।

গ্রামের যুব সমাজ জানান, এরকম খেলা যদি আরও বেশি বেশি পরিচালনা হয় তাহলে আমাদের এলাকার যুব সমাজ মাদকের সাথে এবং যেকোন খারাপ কাজের সাথে জড়াবে না। আমরা শান্তিপ্রিয় গ্রাম ও আদর্শ গ্রামে রুপান্তরিত হব।

Bootstrap Image Preview