Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালীগঞ্জে অবৈধ বিলবোর্ড অপসারণ শুরু

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি 
প্রকাশিত: ১১ নভেম্বর ২০১৮, ০২:৫৮ PM
আপডেট: ১১ নভেম্বর ২০১৮, ০২:৫৮ PM

bdmorning Image Preview


আসন্ন একাদশ নির্বাচনকে সামনে রেখে গাজীপুর-৫ আসনে কালীগঞ্জ এলাকায় প্রার্থীদের প্রচারণা সম্বলিত অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ কাজ শুরু করা হয়েছে।

আজ রবিবার সকাল থেকে এ অপসারণ কাজ শুরু হয়।

সরেজমিনে দেখা গেছে, সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মু. মুশফিকুর রহমানের নেতৃত্বে সকালে কালীগঞ্জ পৌর এলাকার শহীদ ময়েজউদ্দিন সড়কে প্রর্দশিত অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করা হচ্ছে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সোহাগ হোসেন, উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নূর, সাংবাদিক আব্দুর রহমান আরমান প্রমুখ।

জানা গেছে, উপজেলায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের ঊর্ধ্বতনদের গুণকীর্তন সম্বলিত অবৈধ বিলবোর্ড, ব্যানার, ফেস্টুন ও পোস্টার করে বিভিন্নস্থানে প্রদর্শিত ছিল। কিন্তু তা নির্বাচনী আচরণ বিধি লংগনের আওতায় পড়ায় রির্টানিং অফিসার ও গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবিরের নির্দেশে অপসারণ করা হচ্ছে।     

Bootstrap Image Preview