Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বাড়ি বিক্রিতে রাজি না হওয়ায় বাবাকে হত্যা

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৯ নভেম্বর ২০১৮, ০১:২০ PM
আপডেট: ০৯ নভেম্বর ২০১৮, ০১:২০ PM

bdmorning Image Preview


নরসিংদীর পৌর শহরে বাড়ি বিক্রিতে রাজি না হওয়ায় বাবাকে রড দিয়ে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে। এ ঘটনায় ছেলে পলাতক রয়েছে।

আজ শুক্রবার সকাল ৮টার দিকে পৌর শহরের চৌয়ালাতে এ ঘটনা ঘটে। নিহতের নাম- করিম মিয়া (৫০)। তিনি একজন মুদি দোকানি ছিলেন। অভিযুক্ত ছেলের নাম মামুন (২২)।

পুলিশ জানায়, করিম মিয়ার ছেলে মামুন দীর্ঘদিন ধরেই মাদকাসক্ত। কয়েক মাস ধরে বাবা করিমকে বাড়ি বিক্রি করে টাকা দেওয়ার জন্য চাপ প্রয়োগ করে আসছিল সে। কিন্তু করিম মিয়া বাড়ি বিক্রিতে রাজি না হওয়ায় সকালে বাড়ি থেকে রাস্তায় বের হলেই রড দিয়ে এলোপাথারি মাথায় আঘাত করতে থাকে মামুন। এতে ঘটনাস্থলেই করিম মিয়া নিহত হন।

স্থানীয় ডাক্তার নুরুল্লাহ আল মাসুদ জানান, করিম ভাই মুদি দোকানি। দীর্ঘদিন ধরে মাদকাসক্ত মামুন টাকার জন্য তার বাবাকে চাপ প্রয়োগ করে আসছিল। এর জের ধরে গতকাল বৃহস্পতিবার রাতেও দুইজনের মধ্যে ঝগড়া হয়। আজ শুক্রবার সকালে মামুনের রডের আঘাতেই তার বাবার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে করিম মিয়ার লাশ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। মাদকাসক্ত ছেলে মামুনকে ধরার জন্য পুলিশের অভিযান চলছে।’

Bootstrap Image Preview