Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পুলিশের অভিযানে ১০ ভুয়া ডিবি আটক

বিডিমর্নিং ডেস্ক-
প্রকাশিত: ০৮ নভেম্বর ২০১৮, ০৮:১৪ PM
আপডেট: ০৮ নভেম্বর ২০১৮, ০৮:১৪ PM

bdmorning Image Preview
প্রতীকী ছবি


ছিনতাইকালে ১০ ভুয়া ডিবি পুলিশ আটক হয়েছে। এ সময় তাদের কাছ থেকে রিভলভার, হাতকড়া ও ডিবির পোশাক জব্দ করা হয়েছে।

ঢাকার ধামরাই থানা পুলিশ কমান্ডো স্টাইলে অভিযান চালিয়ে বুধবার দুপুরে তাদেরকে আটক করে।

এ ব্যাপারে ধামরাই থানা পুলিশ বুধবার বিকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এতে উপস্থিত ছিলেন ঢাকা জেলা উত্তরের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইদুর রহমান সাইদ। তিনি বলেন, ঢাকার ধামরাইয়ে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র ডিবি পুলিশ পরিচয়ে সাধারণ মানুষকে তল্লাশির নামে গ্রেফতার করে সর্বস্ব লুটে নেয়।

দুপুর পৌনে তিনটার দিকে কুল্লা ইউনিয়নের হীরানদী কুল্লা গ্রামের মো. আব্দুল খালেকের ছেলে মো. সাব্বির আলম ও তার স্ত্রী রেহেনা আক্তার ধামরাই পৌরশহরের এফবিসিআই ব্যাংক থেকে সোয়া তিন লাখ টাকা উত্তোলনের সময় নজরদারি করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সদস্যরা। সিএনজিযোগে নিজবাড়ি যাওয়ার সময় ওই ছিনতাইকারীরা তাদের পিছু নেয়। কেলিয়া বাসস্ট্যান্ডে পৌঁছলে সংঘবদ্ধ ওই ছিনতাইকারীরা বেড়িকেড দিয়ে তাদের কাছে থাকা তিনলাখ পঁচিশ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

এ ব্যাপারে ধামরাই থানা পুলিশকে অবহিত করা হলে পুলিশ কমান্ডো স্টাইলে অভিযান চালিয়ে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য মো. জসীম উদ্দিন (৩২),মো. আশরাফুল ইসলাম (৩৭),আলমগীর হোসেন (২৭), আলমগীর শেখ (৩৫),মো. দেলোয়ার হোসেন (৪৫),মাসুম খান (২৬),মো. রফিকুল ইসলাম (৩৬) ও মো. মোস্তফা মিয়াসহ (৪৪) দশজনকে আটক করে।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বক্তব্য দেন ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা,ওসি (তদন্ত) মো. আশিকুজ্জামান,ওসি (অপারেশন) মো. মাসুদুর রহমান ও সেকেন্ড অফিসার মো. তৌহিদুল ইসলাম।

Bootstrap Image Preview