Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সরকারের ধারাবাহিকতা আছে বলেই উন্নয়ন সম্ভব হয়েছে: প্রধানমন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৭ নভেম্বর ২০১৮, ১০:০৯ PM
আপডেট: ০৭ নভেম্বর ২০১৮, ১০:১২ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশের মর্যাদার পথে হাঁটছে। এই অর্জন আমাদের ধরে রাখতে হবে। সরকারের ধারাবাহিকতা আছে বলেই এই উন্নয়ন সম্ভব হয়েছে।

বুধবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে ২৪টি দলের সঙ্গে সংলাপে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

সংলাপের সূচনা বক্তব্যে প্রধানমন্ত্রী বলেন, আগামী নির্বাচনে জনগণ ভোট দিলে পুনরায় সরকার গঠন, না দিলেও আফসোস নেই। নির্বাচনের মাধ্যমে যারাই ক্ষমতায় আসুক, উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে।

তিনি আরও বলেন, এর আগে নির্বাচনী ইশতেহারে দিন বদলের সনদ দিয়েছিলাম। আমরা সে সনদ বাস্তবায়ন করেছি।

সংলাপ শুরু হওয়ার আগে ব্যারিস্টার নাজমুল হুদা প্রধানমন্ত্রীকে নৌকা উপহার দেন। এ ছাড়া অন্যান্য নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

যে ২৪টি দল সংলাপে অংশ নিয়েছে সেগুলো হলো- জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ), বাংলাদেশ জাতীয় জোট (বিএনএ), বাংলাদেশ সমাজ উন্নয়ন পার্টি (বিএসডিপি), বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্যফ্রন্ট, ন্যাপ ভাসানী, ন্যাশনাল পিপলস্ পার্টি (এনপিপি), বাংলাদেশ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট (এনডিএফ), যুক্তফ্রন্ট, গণফ্রন্ট ও প্রগতিশীল জোট, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলন (বিজিএমএ), জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ), বাংলাদেশ সত্যব্রত আন্দোলন, ঐক্য ন্যাপ, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন, গণতান্ত্রিক বাম ঐক্য, বাংলাদেশ কৃষক শ্রমিক পার্টি (কেএসপি), প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি), প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি), বাংলাদেশ মুক্তিযোদ্ধা ঐক্য জোট, বাংলাদেশ গণতান্ত্রিক ঐক্য জোট, তৃণমূল জাতীয়তাবাদী গণতান্ত্রিক আন্দোলন, জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি), বাংলাদেশ জাতীয় পার্টি, বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।

Bootstrap Image Preview