Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

৭ দফা দাবি আদায়ে ঐক্যফ্রন্টের জনসভা শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ নভেম্বর ২০১৮, ০২:৩২ PM
আপডেট: ০৬ নভেম্বর ২০১৮, ০২:৩২ PM

bdmorning Image Preview


বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দির নিঃশর্ত মুক্তিসহ ৭ দফা দাবি আদায়ে সোহরাওয়ার্দী উদ্যানে আনুষ্ঠানিকভাবে জনসভা শুরু করেছে জাতীয় ঐক্যফ্রন্ট। মঙ্গলবার, ১১ নভেম্বর দুপুর দুইটায় পবিত্র কোরান থেকে তেলওয়াত, গীতা ও বাইবেল পাঠের মধ্য দিয়ে ওই জনসভা শুরু হয়।

নির্বাচনকালীন সময়ে বর্তমান সরকারের পদত্যাগ, নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচনসহ ৭দফা দাবিতে এখন বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা বক্তব্য রাখছেন সোহরাওয়ার্দী উদ্যানে। ঐক্যফ্রন্টের এই জনসভাকে কেন্দ্র করে শাহবাগ মোড়, মৎস্য ভবন ও সোহরাওয়ার্দী উদ্যানের সামনে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তুলেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

জনসভা ও এর আশপাশের এলাকায় পুলিশের পাশাপাশি সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ব্যাপক উপস্থিতি লক্ষ করা গেছে। জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়েছেন ঐক্যফ্রন্টের অন্যতম নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। প্রধান বক্তা জেএসডির সভাপতি আসম আবদুর রব, আর সভায় সভাপতিত্ব করছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Bootstrap Image Preview