Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিংড়াবাসীর না দেখা স্বপ্নটিও পূরণ করলেন জুনাইদ আহমেদ পলক

মো. আবু জাফর সিদ্দিকী, সিংড়া (নাটোর) প্রতিনিধি 
প্রকাশিত: ০৪ নভেম্বর ২০১৮, ০৬:৩৬ PM
আপডেট: ০৪ নভেম্বর ২০১৮, ০৭:৫৩ PM

bdmorning Image Preview


বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। প্রতিদিনই সড়কে ঝড়ছে তাজা প্রাণ। শহর গ্রামের মানুষ সমান তালে এই দুর্ঘটনার শিকার হচ্ছেন। তবে দুর্ঘটার বিপরীতে দাঁড়িয়েছেন একজন জনপ্রতিনিধি। তিনি উপজেলায় নির্মাণ করেছেন ফুটওভার ব্রিজ।

এই ব্রীজ পেয়ে খুশি হয়েছেন স্থানীয় পথচারিরা। দুর্ঘটনা রোধে নাটোরের সিংড়া উপজেলা বাজার এলাকায় ফুটওভার ব্রিজটি নির্মাণ করে দিয়েছেন এ আসনের সংসদ সদস্য ও তথ্য-যোগাযেগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তার এই অবদানে সিংড়াবাসী যে স্বপ্ন কখনো দেখেনি যেটাও পূরণ হয়ে গেল।

স্থানীয় সূত্রে জানা গেছে- দুর্ঘটনা প্রবণ নাটোর-বগুড়া মহাসড়কের গুরুত্বপূর্ণ সিংড়া বাজারটিতে উত্তরাঞ্চলগামী শত শত যানবাহনের যাত্রীরা উঠানামা করেন। নাটোর-বগুড়া মহাসড়কের দুইধারে অবস্থিত এ বাজার এলাকায় চলাচলকারী পথচারীদের নিরাপত্তার কথা বিবেচনায় এনে এমন একটি উদ্যোগ নেওয়া হবে তা সিংড়াবাসীর কল্পনাতীত ছিল। সেই কল্পনাটাও বাস্তবে রুপ দিলেন একজন প্রতিমন্ত্রী পলক। প্রতিমন্ত্রীর প্রচেষ্টায় বাস্তবায়ন শেষে উদ্বোধন হলো নাটোর জেলার প্রথম ফুট ওভার ব্রীজ।

আজ রবিবার সকাল ১১টায় ওভারব্রীজটির উদ্বোধন করেন প্রতিমন্ত্রী।

খোঁজ নিয়ে যানা গেছে- জেলার সিংড়া উপজেলার সিংড়া বাজারে ২ কোটি ৬৯ লাখ টাকা ব্যয়ে নির্মাণ করা হলো ব্রিজটি। চলতি বছরের ২রা সেপ্টেম্বর নির্মাণ কাজ শুরু হয়ে দুই মাসের মধ্যে এতো বড় একটি প্রকল্পের নির্মাণ কাজ শেষ হল। প্রকল্পটির বাস্তবায়ন করেছে সড়ক ও জনপথ বিভাগ।

স্থানীয়রা বলছেন- প্রকল্পটি বাস্তবায়নের ফলে মহাসড়কটি পারাপারের ক্ষেত্রে আর ঝুঁকি থাকছে না। পথচারীরা সড়ক পাড়পারে ব্রীজটি ব্যবহার করলে দুর্ঘটনার রোদের পাশাপাশি শহরের যানজটও কমে আসবে।

ফুটওভার ব্রিজ উদ্বোধনের সময় ছিলেন- পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা যুবলীগের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, সিংড়া প্রেসক্লাবের সভাপতি এমরান আলী রানা, কাউন্সিলর দেদার হায়াত বেনু, আঃ জলিল, সেলিম মৃধা, আঃ আউয়াল, শ্রমিকলীগের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম স্বপন, মটরশ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার, সাংবাদিক রাজু আহমেদ প্রমূখ।

Bootstrap Image Preview