Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ধুনটে বিদ্যুতের আলোয় আলোকিত ১৪টি গ্রাম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ নভেম্বর ২০১৮, ০৯:২৩ PM
আপডেট: ০২ নভেম্বর ২০১৮, ০৯:২৩ PM

bdmorning Image Preview


রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি: 

বগুড়ার ধুনট উপজেলার ৭টি ইউনিয়নের ১৪ গ্রামে পল্লী বিদ্যুতের ৩ হাজার ১৩টি নতুন সংযোগের উদ্বোধন করা হয়েছে। 

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে উপজেলার ভান্ডারবাড়ি ছালেহা জহুরা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বিদ্যুতের নতুন সংযোগের উদ্বোধন করেন, প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব হাবিবর রহমান এমপি। 

এ উপলক্ষে আলোচনা সভায় সভাপতিত্ব করেন, উপজেলার ভান্ডারবাড়ি ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হাফিজুর রহমান। 

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, সহ-সভাপতি গোলাম সোবাহান, শফিকুল ইসলাম, কুদরত-ই-খুদা জুয়েল, পল্লী বিদ্যুতের সহকারী জেনারেল ম্যানেজার বিজয় চন্দ্র কুন্ডু, পরিচালক নাজমুল হুদা মজনু, ধুনট থানার ওসি ইসমাইল হোসেন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মহসীন আলম, সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খান, আওয়ামী লীগ নেতা মাকসুদুল হক বাচ্চু, গোলাম রব্বানী, আব্দুল বারিক, লুৎফর রহমান, লিয়াকত আলী লিটন, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক বনি আমিন মিন্টু প্রমুখ। 

 

Bootstrap Image Preview