Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে শুরু হয়েছে জেএসসি ও জেডিসি পরীক্ষা

জোবায়ের রানা, নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ০৫:৪২ PM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ০৫:৪২ PM

bdmorning Image Preview


সারাদেশে ন্যায় বগুড়ার নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) এবং জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা শুরু হয়েছে। প্রথম দিন জেএসসিতে বাংলা প্রথম পত্রের পরীক্ষা এবং জেডিসি'তে কোরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছে শিক্ষার্থীরা।  

উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার বৃহস্পতিবার (১ নভেম্বর) সকাল ১০টায় নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন।

এসময় তিনি বলেন, পরীক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ সকলের জন্য আনন্দদায়ক ও উৎসবমুখর হবে এবারের জেএসসি ও জেডিসি পরীক্ষা। সম্পূর্ণ নকলমুক্ত, সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা পরিচালনার জন্য সবার সহযোগিতা কামনা করেন তিনি। 

নন্দীগ্রাম সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক গিরিশ চন্দ্র জানান, এবছর নন্দীগ্রাম পাইলট হাইস্কুল কেন্দ্রে জেএসসিতে মোট ৮৭৬ জন পরীক্ষার্থীর মধ্য ৮৫২ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করেছে।  

এবার উপজেলার মোট ছয়টি কেন্দ্রে জেএসসি, জেডিসি ও নবম শ্রেণি ভকেশনাল বোর্ড সমাপণী পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।  

Bootstrap Image Preview