Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

এবার কেউ প্রশ্ন ফাঁস করতে পারেনি: শিক্ষামন্ত্রী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১১:৫৭ AM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১২:৩৯ PM

bdmorning Image Preview


আসাদুল্লা লায়ন।।

শিক্ষামন্ত্রী শিক্ষার্থীদের হাতে সময়মতো পযাপ্ত বই দেয়া, প্রশ্নপত্র ফাঁসরোধ, ঝরেপড়া শিক্ষাথীদের সংখ্যা কমিয়ে আনাসহ ১০ বছরের বিভিন্ন সফলতার কথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ বলেন, আমাদের উদ্দেশ্য সফল হয়েছে। এবার কেউ প্রশ্ন ফাঁস করতে পারেনি।

তিনি অারো বলেন, এ বছর প্রশ্ন ফাঁস রোধে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। প্রশ্ন ফাঁস এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও কাজ করছে।

বৃহস্পতিবার ১ নভেম্বর সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষা পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব বলেন শিক্ষামন্ত্রী। প্রশ্নপত্র ফাঁস নিয়ে জানতে চাইলে শিক্ষামন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের সংবাদ প্রচার করলে জনমনে আতঙ্ক তৈরি হয়। তাই প্রমান ছাড়া সংবাদ না করতে অনুরোধ জানান।

তিনি আরো বলেন, এবার কেউ প্রশ্নপত্র ফাঁস করতে পারেনি। আমরা ব্যবস্থা নিয়েছি, যাতে ভুয়া প্রশ্নপত্র ছড়িয়েও কেউ কোনপ্রকার সুযোগ নিতে না পারে। ঝরেপড়া শিক্ষার্থীদের সংখ্যা কমেছে। গতবছর পরিক্ষার্থীর সংখ্যা ছিল ২৪ লক্ষ ৬৮ হাজার ৪২০ জন। এবার ২ লক্ষ পরীক্ষার্থী বেড়ে প্রায় ২৬ লক্ষ ৭০ হাজার ৩৩৩জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিচ্ছে।

শিক্ষামন্ত্রী মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের পরীক্ষাকেন্দ্র পরিদর্শন শেষে বলেন, এই কেন্দ্রের প্রতিটি কক্ষে সিসিক্যামেরা বসানো হয়েছে। সহজে সব পর্যবেক্ষণের সুবিধা আছে। এছাড়া শিক্ষার্থীদের যাতে কোনো অসুবিধা না হয়, সেজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।নিবাচন সামনে রেখে আগামী ১০ ডিসেম্বরের মধ্যেই সবধরনে পরীক্ষা শেষ করতে নিদের্শনাও দেওয়া হয়েছে।

 

উল্লেখ্যযে, সারা দেশে মোট ২৯ হাজার ৬৭৭টি প্রতিষ্ঠানের জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা আজ বৃহস্পতিবার শুরু হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তপন কুমার সরকার বুধবার বলেন, পরীক্ষার সব প্রস্তুতি শেষ। পরীক্ষা শুরু শুরু হওয়ার ২৫ মিনিট আগে সংশ্লিষ্ট কেন্দ্রসচিবকে খুদে বার্তায় জানানো হবে—কোন সেট প্রশ্নপত্রে পরীক্ষা হবে। এরপর প্রশ্নপত্রের মোড়ক খুলতে হবে। প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে গত এসএসসি পরীক্ষার শেষ দিকে এবং গত এইচএসসি পরীক্ষার শুরু থেকেই এই নিয়ম চালু করা হয়।

 

 

 

Bootstrap Image Preview