Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অনশনে বিএনপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ নভেম্বর ২০১৮, ১১:৩৭ AM
আপডেট: ০১ নভেম্বর ২০১৮, ১১:৩৯ AM

bdmorning Image Preview
ছবি সংগৃহীত


জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজার প্রতিবাদ ও তার মুক্তির দাবিতে সারা দেশে বিএনপির পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচি দেয়া হয়েছে। তারই অংশ হিসেবে আজ (বৃহস্পতিবার) মহানগর নাট্যমঞ্চে চলছে গণঅনশন কর্মসূচি।

কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে রাজধানীর গুলিস্তান মহানগর নাট্যমঞ্চে অনশনে বসেছে নেতাকর্মীরা। আজ সকাল ১০ টা থেকে এ অনশন কর্মসূচি শুরু হয়। চলবে বিকাল ৪ টা পর্যন্ত।

কর্মসূচি শুরুর আগে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে মহানগর নাট্যমঞ্চে প্রবেশ করেন। নির্ধারিত সময়ে অনশন শুরু হয়। কর্মসূচিতে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ২০ দলীয় জোটের নেতারা উপস্থিত রয়েছেন। 

উল্লেখ্য, গত মঙ্গলবার জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়িয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। ওই মামলায় বিচারিক আদালতের রায়ে খালেদা জিয়ার পাঁচ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড হয়েছিল। 

অন্য দিকে ক্ষমতার অপব্যবহার করে জিয়া চ্যারিটেবল ট্রাস্টের নামে প্রায় সোয়া ৩ কোটি টাকা আত্মসাতের মামলায় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াসহ চার আসামির সবাইকে ৭ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত।

এই রায়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছিলো বিএনপি।

Bootstrap Image Preview