Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জেলা পর্যায়ে তৈরি করা হবে বিজ্ঞান গবেষণাগার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০৫:০৬ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৫:১৯ PM

bdmorning Image Preview


রাবি প্রতিনিধি:

দেশের বিভাগীয় শহরগুলোতে ছাড়াও সম্ভাবনাময় জেলাগুলোতে বিজ্ঞান গবেষনাগার তৈরি করার পদক্ষেপ নিয়েছে সরকার। এরই মধ্যে গোপালগঞ্জ ছাড়াও বেশ কয়েকটি জেলায় ভূমি অধিগ্রহণের কাজ শুরু হয়েছে। ফলে প্রত্যেক জেলাতেই থাকবে কেন্দ্রীয় গবেষণাগার। দেশীয় কাঁচামাল ব্যবহারে সেখানে উদ্ভাবন হবে শিল্পে ব্যবহার উপযোগী প্রযুক্তি।

আজ বুধবার রাজশাহী বিশ^বিদ্যালয় পাশর্^বর্তী বিজ্ঞান ও শিল্প গবেষণাগার আয়োজিত ‘শিল্প গবেষণা, প্রযুক্তি উদ্ভাবন ও উন্নয়ন অগ্রযাত্রায় বিসিএসআইআর শীর্ষক এক কর্মশালায় এ তথ্য জানান বাংলাদেশ সরকারের যুগ্ম সচীব ও কেন্দ্রীয় বিজ্ঞান গবেষণাগারের সদস্য বেনজামিন হেমব্রম। 

এর আগে সকাল ১০টায় কর্মশালাটি শুরু হয়। সেখানে স্বাগত বক্তব্য রাখেন, গবেষণাগারের বিজ্ঞানী শারমিনা ইয়াসমিন। পরে মূল প্রবন্ধ পাঠ করেন উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা মো. মঈনুদ্দিন। 

এসময় রাজশাহী বিজ্ঞান গবেষণাগারের পরিচালক মুহা. ওবায়দুল হক হেলালী এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিশ^বিদ্যালয়ের ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. সি এম মোস্তফা, রাজশাহী মহিলা চেম্বার অব কমার্সের সভাপতি রোজেটি নাজনীন, রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক আলমগীর হোসেন প্রমুখ।

কর্মশালায় এই গবেষণাগারে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তির বাজারজাতের সমস্যা ও সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
 

Bootstrap Image Preview