Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দৌলতখানে জেএসসি ও জেডিসি পরীক্ষায় বসছে ৩৪৩৬ শিক্ষার্থী

রোমানুল ইসলাম সোহেব, দৌলতখানে (ভোলা) প্রতিনিধি
প্রকাশিত: ৩১ অক্টোবর ২০১৮, ০১:০১ PM
আপডেট: ৩১ অক্টোবর ২০১৮, ০৪:২০ PM

bdmorning Image Preview


আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষা। এবারের পরীক্ষায় ভোলার দৌলতখান উপজেলায় ৬টি কেন্দ্রে অংশ গ্রহণ করছে মোট  ৩হাজার ৪ শত ৩৬  জন শিক্ষার্থী। এর মধ্যে জেডিসির ১ টি কেন্দ্রে ৯ শত ২৮ জন পরীক্ষার্থী ও জেএসসিতে ৫  টি কেন্দ্রে রয়েছে ২৫শ ৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করবে।   

দৌলতখান উপজেলার যেসব কেন্দ্রে এবছর জেএসসি ও জেডিসি পরীক্ষা অনুষ্ঠিত হবে সেগুলো হচ্ছে, সরকারি মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, আজহার আলী মাধ্যমিক উচ্চ বিদ্যালয়, খায়েরহাট মাধ্যমিক বিদ্যালয়, জয়নগর মাধ্যমিক বিদ্যালয়, চরগোমানী মাধ্যমিক বিদ্যালয় ও  দৌলতখান আবু আব্দুল্লাহ কলেজ।

আসন্ন পরীক্ষাকে সামনে রেখে সার্বিক প্রস্তুতি সম্পর্কে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জানান, পরীক্ষা চলাকালীন সময় সকল ধরনের বিশৃঙ্খলা রোধে পুলিশ ও প্রশাসনিক কর্মকতারা প্রস্তুত রয়েছেন। আশা করছি র্নিবিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে পারবো।

উল্লেখ্য, আগামী ১ নভেম্বর হতে শুরু হওয়া জেএসসি জেডিসি পরীক্ষায় সারাদেশ থেকে বসছে ২৭ লাখ শিক্ষার্থী। এর মধ্যে  স্কুল ও মাদ্রাসা থেকে দুই হাজার ১৪৫ কেন্দ্রে জুনিয়র পর্যায়ের এ পরীক্ষায় মোট ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ ছাত্র-ছাত্রী এ পরীক্ষায় অংশ নেবে। 

এছাড়া এবারের পরীক্ষায় বিদেশের নয়টি কেন্দ্র থেকে মোট ৫৭৮ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। বাংলা ২য় পত্র এবং ইংরেজি ১ম ও ২য় পত্র ছাড়া সব বিষয়ে সৃজনশীল প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ করতে হবে। 

Bootstrap Image Preview