Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধের মৃত্যু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৬ অক্টোবর ২০১৮, ০৩:২৬ PM
আপডেট: ২৬ অক্টোবর ২০১৮, ০৩:২৭ PM

bdmorning Image Preview


গাজীপুর সিটি করপোরেশনের বাসন সড়ক এলাকায় শ্রমিক কলোনিতে আগুনে দগ্ধ হয়ে সবেদ আলী (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এসময় শিমুল নামে আরো এক শিশু দগ্ধ হয়েছে। মৃত্যু সবেদ আলী দগ্ধ শিশুটি তার নাতি। পরে শিমুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আক্তারুজ্জামান জানান, বাসন সড়ক (পেয়ারা বাগান) এলাকার ঈদগাঁ মাঠ সংলগ্ন স্বপনের শ্রমিক কলোনিতে রাত ৯টার দিকে আগুন লাগে।

তিনি জানান, এ সময় স্থানীয়রা আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দেয়। জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নেভায়। আগুনে ওই কলোনির ৩৫টি ঘর ও গৃহস্থালী দ্রব্যাদি পুড়ে যায়। এসময় দগ্ধ হয়ে সবেদ আলীর ঘটনাস্থলেই মৃত্যু হয়। দগ্ধ হয় তার নাতি শিমুল।

কলোনির একটি রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওই কর্মকর্তা।

Bootstrap Image Preview