Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

২৪ দিন পর ডোবায় মিললো শাফিনের মরদেহ!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৩ অক্টোবর ২০১৮, ১০:৫৩ PM
আপডেট: ২৩ অক্টোবর ২০১৮, ১০:৫৩ PM

bdmorning Image Preview
নিহত মো. শাফিন


নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে একটি ডোবা থেকে মো. শাফিন (১৪) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত ২৪ দিন পূর্বে শাফিন নিখোঁজ হয় বলে জানায় পুলিশ।

আজ মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেলে সিদ্ধিরগঞ্জের জালকুড়ি বৃষ্টিধারা আবাসিক এলাকায় মুক্তিযোদ্ধা ইদ্রিস আলির বাড়ির পাশের একটি ডোবা থেকে শাফিনের মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শাফিন বৃষ্টিধারা আবাসিক এলাকার অ্যাডভোকেট জসিম উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া দোলোয়ার হোসেন ময়নার ছেলে। সে স্থানীয় একটি স্কুলে পড়াশোনা করতো।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি শাফিন। অনেক খোঁজাখুঁজির পর ৩০ সেপ্টেম্বর বাবা দেলোয়ার সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন। আজ বিকেল ৩টার দিকে এলাকাবাসী ডোবায় একটি মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে শাফিনের পচা মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটি পচে যাওয়ায় চেহারা বুঝা যাচ্ছিল না। পরে তার বাবা নারায়ণগঞ্জ মর্গে গিয়ে মরদেহ শনাক্ত করেন।

এ বিষয়ে শাফিনের বাবা দেলোয়ার হোসেন ময়না বলেন, কারও সঙ্গে আমার কোনো পূর্ব শত্রুতা নেই। কোনো দেনা-পাওনাও নেই। আমি ঢাকার আলুবাজারে একটি সেনেটারি দোকানে চাকরি করি।

তিনি বলেন, আমার ছেলে একটু দুষ্টু প্রকৃতির ছিল। কথা শুনতো না, পড়াশোনায় অমনোযোগী ছিল। আমি চাই আইনশৃঙ্খলা বাহিনী সুষ্ঠু তদন্ত করে আমার ছেলের মৃত্যুর আসল রহস্য বের করুক।

সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সাত্তার টিটু বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা শাফিনের মৃত্যুর কারণ উদঘাটনের চেষ্টা করছি।

Bootstrap Image Preview