Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ফেনীতে গৃহকর্মীকে নির্যাতন করার অপরাধে গৃহকর্ত্রী আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ অক্টোবর ২০১৮, ০৫:৫০ PM
আপডেট: ০৩ অক্টোবর ২০১৮, ০৫:৫০ PM

bdmorning Image Preview


ফেনীতে রত্না আক্তার বৃষ্টি নামে এক কিশোরী গৃহকর্মীকে অমানুষিক নির্যাতন করার অপরাধে লাভলী আক্তার নামে এক গৃহকর্ত্রীকে আটক করেছে পুলিশ।

সোমবার ( ১ অক্টোবর ) মধ্যরাতে ওই গৃহকর্ত্রীকে শহরের পুরোনো পুলিশ কোয়ার্টারের বাসা থেকে আটক করা হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, পরশুরাম মধ্যম ধনিকুন্ডা গ্রামের রফিকুল ইসলামের মেয়ে রত্না ৬ মাস পূর্বে দাগনভূঞার নারায়ণপুর গ্রামের লাভলী আক্তারের বাসায় কাজ নেন। পরে শহরের পুরোনো পুলিশ কোয়ার্টার এলাকায় লাভলীর বাসায় কাজ করা অবস্থায় গৃহকর্মী রত্নাকে ঢাকায় লাভলীর মেয়ে মেরীর বাসায় কাজে পাঠিয়ে দেয়া হয়।

সেখানে মেরী গৃহকর্মী রত্নাকে কারণে-অকারণে মারধরের পাশাপাশি খুন্তি ও কাঠের বেলনা দিয়ে পিটিয়ে নির্মম নির্যাতন করতো। এক পর্যায়ে রত্না শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাকে ফেনীতে মা লাভলীর কাছে পাঠিয়ে দেয় মেরী।

গত দুই মাস ধরে লাভলীর বাসায় কাজের পাশাপাশি চিকিৎসা চলে রত্নার। সোমবার দুপুরে লাভলী ফের রত্নাকে নির্যাতন করলে তার ঠোঁট কেটে যায়। এক পর্যায়ে রক্ত বন্ধ না হওয়ায় বিকেলে রত্নাকে ফেনীর একটি বেসরকারি ক্লিনিকে ভর্তি করিয়ে পালিয়ে যায় গৃহকর্ত্রী লাভলী।

পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে স্বেচ্ছাসেবী সংগঠন সহায়র সদস্যরা রত্নাকে উদ্ধার করে ফেনী জেলা সদর হাসপাতালে ভর্তি করায়।

এ বিষয়ে ফেনী জেলা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আনোয়ারুল ইসলাম জানান, শরীরের বিভিন্ন স্থানে দগদগে জখম হওয়া রত্নাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। তার চিকিৎসায় ইতিমধ্যে হাসপাতালে বোর্ড গঠন করা হয়েছে।

তবে এত কম বয়সের কিশোরীকে এভাবে নির্যাতন করায় শরীর ও মানষিক সমস্যা দেখা দিতে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা।

ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শহীদুল ইসলাম জানান, নির্যাতিত রত্নার দেয়া তথ্য অনুযায়ী পুলিশ সোমবার মধ্যরাতে গৃহকর্ত্রী লাভলী আক্তারকে শহরের পুরোনো পুলিশ কোয়ার্টারের বাসা থেকে আটক করেছে। একই সঙ্গে রত্নার পরিবারের খোঁজ নেয়া হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

Bootstrap Image Preview