Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শরীয়তপুরে স্কুল শিক্ষিকা রবিনার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:০০ AM
আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০১৮, ১১:০০ AM

bdmorning Image Preview


শরীয়তপুরে স্কুল শিক্ষিকা রবিনার হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে জেলা শিক্ষক সমিতি।

বৃহস্পতিবার (২৭ সেপ্টেম্বর) শরীয়তপুর সদর উপজেলা চত্বরে জেলার প্রাইমারি শিক্ষক সমিতির শিক্ষকরা হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন শেষে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেছে।

এ সময় বক্তব্য রাখেন, শিক্ষক সমিতি জেলা সভাপতি মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক সিরাজুল হক সুজাল, সহকারী সম্পাদক গবিন্দ চন্দ্র দত্ত আরো বক্তব্য রাখেন মো. শহিদুল ইসলাম, মো. আ. হালিম, ফারুক খন্দকার, মো. নুরুল হক, সিএম নামুল হক আলি ইলাম, সেলিম মিয়া, সাইদুল হক মুন্না নারি নেত্রী মনিরা বেগম।

উল্লেখ্য, শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম রায়ের কান্দি গ্রাম থেকে রুবিনা আক্তার (৩৪) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকালে একটি বাঁশ বাগান থেকে ওই নারীর মরদেহটি উদ্ধার করা হয়েছে। সে ওই উপজেলার বড় মুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। সে ওই গ্রামের হাসান মুন্সির মেয়ে। গত শুক্রবার হতে নিখোঁজ ছিলেন তিনি। পরিবারের অভিযোগ তাকে হত্যা করে লাশ বাঁশ বাগানে ফেলে রাখা হয়েছে। জাজিরা থানা ও স্থানীয় সূত্র জানায়, জাজিরার পশ্চিম রায়ের বান্দি গ্রামের মৃত হাসান মুন্সির মেয়ে রুবিনা আক্তার।

২০১০ সালে নিয়োগ পেয়ে বড় মুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এক বছর আগে পাশের পূর্ব রায়ের কান্দি গ্রামের ইতালি প্রবাসী আক্তার মলিকের সাথে মুঠোফোনে তার বিয়ে হয়। আগামী জানুয়ারিতে স্বামী দেশে ফিরে তাকে তাদের বাড়িতে নেয়ার কথা ছিল। রুবিনা তার মা রাবেয়া খাতুনের সঙ্গে বসবাস করতেন।

গত শুক্রবার দুপুরে তিনি বিদ্যালয়ের প্রয়োজনীয় কিছু কাগজপত্র ফটোকপি করার জন্য জাজিরা উপজেলা সদরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। এর পর আর ফিরে আসেননি। সে বাড়ি না ফেরায় শনিবার তার ভাই শামছুল হক মৃধা জাজিরা থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

পরে মঙ্গলবার গ্রামের মানুষ তাদের বাড়ির কাছে একটি বাঁশ বাগানে বাঁশের সঙ্গে ওড়না দিয়ে বাঁধা লাশের সন্ধান পেয়ে পুলিশে খবর দেন।

বড় মুলনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান আব্দুর রহিম বলেন, স্কুল শিক্ষক রুবিনা নিখোঁজ হলো কিন্তু পুলিশ তাকে জীবিত উদ্ধার করতে পারলো না। রুবিনার জন্য আমরা উদ্বিগ্ন ছিলাম। সে খুব ভালো শিক্ষক ছিলেন। পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। রুবিনার মৃত্যুর প্রকৃত কারণ ও এ হত্যাকা-ের সঙ্গে যারা জড়িত তাদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

রুবিনার ভাই শামছুল হক সুন্সি জানান, শুক্রবার রুবিনা রোজা ছিল। কাজে জাজিরা উপজেলা সদর গিয়েছিল। সেখান থেকে ফিরে পরিবারের সদস্যদের নিয়ে ইফতার করার কথা ছিল। কিন্তু বোনটিকে কোথায়ও খুঁজে পেলাম না। পুলিশের কাছে ছুটে গেলাম। পুলিশও সন্ধান দিতে পারল না। এভাবে বোনের লাশ খুঁজে পাব ভাবতে পারিনি। তাকে হত্যা করে বাঁশবাগানে লাশ ফেলে রাখা হয়েছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলায়েত হোসেন বলেন, স্কুল শিক্ষিকার লাশ ময়নাতদন্ত করা হয়েছে। এ ব্যাপারে নিহতের ভাই সামছুল হক মন্সী একটি হত্যা মামলা করেছে। এখনও কাউকে আটক করতে পারেনি

Bootstrap Image Preview