Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দেবহাটায় অপহরণের দায়ে যুবকের ৩ মাসের জেল

মীর খায়রুল আলম,দেবহাটা (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৬ AM
আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৩৯ AM

bdmorning Image Preview


দেবহাটার কোমরপুরে এক মাদ্রাসা ছাত্রীকে অপহরণের দায়ে বখাটে যুবককে ৩ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সাজাপ্রাপ্ত বখাটে যুবক হলেন, উপজেলা উত্তর কোমরপুর গ্রামের আবুল হোসেনের পুত্র মিনহাজ হোসেন। 

ঘটনা সূত্রে জানা যায়, শনিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে কোমরপুর দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায় এক বখাটে যুবক।

বিষয়টি মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি ও জেলা পরিষদের সদস্য আল ফেরদৌস আলফাকে জানানো হলে মাদ্রাসার সভাপতি স্থানীয় ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি ফরহাদ হোসেন হিরার যৌর্থ প্রচেষ্টায় আলিপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।

পরে ঐ বখাটে যুবককে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ আল আসাদ তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।

এ বিষয়ে মাদ্রাসার সভাপতি আল ফেরদৌস আলফা জানান, মিনহাজ নামের এক যুবক মাদ্রাস এক ছাত্রীকে অপহ্নন করে নিয়ে যাওয়ার বিষয়ে জানতে পেরে আমরা তাকে মোটরসাইকেল যোগে সদর উপজেলার আলিপুর থেকে আটক করি। নির্বাহী অফিসার পরে তাকে সাজা প্রদান করেন। পরবর্তীতে এ ধরনের কোন অপরাধ করলে তাকেও কোন প্রকার ছাড় দেওয়া হবে না। 

Bootstrap Image Preview