Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে সড়কের শৃঙ্খলা রক্ষায় প্রশাসনের সাথে রাস্তায় স্কাউটস

আব্দুল বাতেন গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৭:৪৩ AM
আপডেট: ১০ সেপ্টেম্বর ২০১৮, ০৮:১৭ AM

bdmorning Image Preview


বাংলাদেশ সরকারের নিরাপদ সড়কের বিভিন্ন কর্মসূচির অংশ হিসেবে গোদাগাড়ীতে সড়ক দূর্ঘটনা প্রতিরোধ এবং সড়ক-মহাসড়কে যান চলাচলে শৃঙ্খলা বৃদ্ধির লক্ষ্যে ট্রাফিক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার(৮ সেপ্টেম্বর) গোদাগাড়ীতে রাজশাহী জেলা পুলিশ সুপারের আয়োজনে শহিদ ফিরোজ চত্ত্বরে এ সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোঃ মাহমুদুল হাসান।

প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, 'আমাদের দেশে ব্যাপক সড়ক দূর্ঘটনা ঘটছে এজন্য নিজেদেরকে অনেক সচেতন হতে হবে। নিজে সচেতন হলে সড়ক দূর্ঘটনা হতে আমরা অনেকটা সুরক্ষিত থাকব।' 

তিনি বলেন, 'সড়ক দূর্ঘটনা যে শুধু চালকের কারণেই হয় তা নয় অনেক সময় নিজেদের অসচেতনতা জন্য দূর্ঘটনা হয়। প্রতিটি সড়ক দূর্ঘটনার পেছনে কোনো না কোনো কারণ লুকিয়ে আছে তাই নিজেদেরকে তা জানতে হবে। ট্রাফিক আইন সম্পর্কে আমাদেরকে জানতে হবে বলে তিনি জানান।

পরে তিনি মহাসড়কের উপর গোদাগাড়ী উপজেলার একঝাক স্কাউটস ও গার্লস গাইড সদস্যদের নিয়ে রাস্তায় যানবাহনের কাগজপত্র চেক করতে নামেন।

সরেজমিনে দেখা যায়,  প্রশিক্ষণ প্রাপ্ত স্কাউটস ও গালর্স গাইড সদস্যরা রাস্তায় বিভিন্ন যানবাহন থামিয়ে তাদের গাড়ীর রেজিষ্টেশন পত্র, ড্রাইভিং লাইসেন্স, ইন্সুরেন্স, রোড পারমিটসহ সকল কাগজপত্র পরীক্ষা করে। যাদের কাগজ পত্রে ত্রুটি আছে ট্রাফিক পুলিশের সহযোগিতায় তাদের নামে মামলা দায়ের করা হয়েছে। 

ট্রাফিক সার্জেন্ট মোঃ জাকির হোসেন বলেন, আজকে মূলত সড়কে স্কাউটস সদস্যরা কাগজপত্র দেখছে, তাদের আমরা সহযোগিতা করছি। কোনো কাগজের ত্রুটি থাকলে আমরা মামলা দিচ্ছি। এব্যাপারে কোনো প্রকার ছাড় নেই বলে জানান।

স্কাউটস সদস্যদের নিয়ে মহাসড়কের যানবাহনের কাগজপত্র চেক করায় এলাকার লোকজন সাধুবাদ জানিয়েছেন। স্থানীয়রা বলছেন, এভাবেই সচেতনতা বাড়বে। আমরা এতদিন টিভিতে শিক্ষার্থীদের কাগজপত্র দেখতে দেখেছি আজ গোদাগাড়ীতেও তা দেখতে পাচ্ছি।

স্কাউটস সদস্যরা জানান, আমরা প্রশিক্ষণ গ্রহণ করে সরকারের কাজে সহযোগিতা করছি খুব ভাল লাগছে। মহাসড়কে এই অভিযান পরিচালনা হওয়াতে খুব কম সংখ্যক গাড়ী চলাচল করছে ধারণা করা হচ্ছে মহাসড়কে এই অভিযান পরিচালনা হওয়ার জন্যই যানবাহন চলাচল কম করছে।

এই সময় আরো উপস্থিত ছিলেন, গোদাগাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ইসহাক, উপজেলা নির্বাহী অফিসার মোঃ শিমুল আকতার, সহকারি পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম, গোদাগাড়ী ট্রাফিক ইন্সপেক্টর মোঃ নাজমুল হাসান, ট্রাফিক সার্জেন্ট জাকির হোসেনসহ পুলিশের কর্মকর্তাবৃন্দ।

Bootstrap Image Preview