Bootstrap Image Preview
ঢাকা, ২৬ শুক্রবার, এপ্রিল ২০২৪ | ১৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

করোনায় মারা গেলো একাত্তর টিভির সহযোগী প্রযোজক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৬ এপ্রিল ২০২১, ১১:০৫ PM
আপডেট: ১৬ এপ্রিল ২০২১, ১১:০৫ PM

bdmorning Image Preview


একাত্তর টেলিভিশনের সহযোগী প্রযোজক রিফাত সুলতানা নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। আজ শুক্রবার রাজধানীর ইমপালস হাসপাতালে তার মৃত্যু হয়। ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টার-বিজেসি এই খবর নিশ্চিত করেছে।

তৃতীয় সন্তান গর্ভধারণের এক পর্যায়ে কভিড-১৯ রোগে আক্রান্ত হন রিফাত সুলতানা। শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সন্তানসম্ভবা অবস্থায় প্রায় আট দিন তিনি করোনার সঙ্গে লড়াই করেছেন। সকালে হাসপাতালে সিজার করে তার কন্যাসন্তানের জন্ম হয়। সিজারের পর থেকে আর জ্ঞান ফেরেনি রিফাত সুলতানার। রিফাত সুলতানার তিন বছরের আরও দুটো জমজ সন্তানও রয়েছে। রিফাত সুলতানার জন্ম ময়মনসিংহে। সপরিবারে ঢাকার বনশ্রীতে থাকতেন তিনি। শুরু থেকেই ৭১ টেলিভিশনে কর্মরত ছিলেন তিনি।

৭১ টিভির নির্বাহী প্রযোজক (বার্তা) শিকদার লোটাস সবুজ বলেন, রিফাত সুলতানা আমার অধীনে কাজ করতেন। তার জমজ দুটো সন্তান রয়েছে। তাদের বয়স প্রায় তিন বছর। সকালে ইমপালস হাসপাতালে রিফাতের কন্যা সন্তানের জন্ম হয়। আর বিকেলের দিকে তার মৃত্যু হয়। তার সদ্য ভূমিষ্ঠ কন্যা সন্তান এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন।

তিনি জানান, রিফাতের স্বামী নাজমুল ইসলাম করোনায় আক্রান্ত হয়ে মুগদা হাসপাতালে চিকিৎসাধীন।

Bootstrap Image Preview