Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাশরাফী-তামিমদের টানা দুই জয়

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:০৬ AM
আপডেট: ১৫ ডিসেম্বর ২০১৯, ১০:০৬ AM

bdmorning Image Preview


শুরুটা হতাশার হলেও টানা দুই জয়ে বঙ্গবন্ধু বিপিএলে পথ খুঁজে পেয়েছে বিগ বাজেটের দল ঢাকা প্লাটুন। শনিবার রাতের ম্যাচে সিলেট থান্ডারকে ২৪ রানে হারিয়েছে মাশরাফী বিন মোর্ত্তজার দল। 

 

ঢাকার দেয়া ১৮৩ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৫৮-তে থামে মোসাদ্দেক হোসেন সৈকতের দল। ৪৪ বল খেলে ৬০ রানে অপরাজিত থাকেন সিলেট অধিনায়ক।

শের-ই-বাংলা স্টেডিয়ামে বড় রান তাড়ায় শুরু থেকেই টানা উইকেট হারাতে থাকে সিলেট। পাওয়ার প্লে’র ৬ ওভারের মধ্যে দলটি হারায় পাঁচ ব্যাটসম্যানকে। ম্যাচ থেকে ছিটকে গেলে মোসাদ্দেকের ফিফটি হারের ব্যবধানই শুধু কমাতে ভূমিকা রাখে। ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে তারা। ঢাকার অধিনায়ক মাশরাফী ও হাসান মাহমুদ নেন দুটি করে উইকেট। একটি উইকেট নিয়েছেন ওয়াহাব রিয়াজ।

সন্ধ্যায় টস হেরে ব্যাটিংয়ে নেমে এনামুল হক বিজয় ও তামিম ইকবালের ৮৫ রানের ওপেনিং জুটিতে বড় পুঁজির ভিত পায় ঢাকা। কিছুটা ধীরগতিতে খেলা তামিম ৩১ রান করে সাজঘরে ফেরেন। এনামুল ৪২ বলে করেন ৬২। এ ডানহাতি ব্যাটসম্যান মারেন ৮টি চার, একটি ছক্কা।

লরি ইভান্সের ২১ বলে ২১, জাকের আলী অনিকের ১২ বলে ২০, থিসারা পেরেরার ১১ বলে অপরাজিত ২২ ও ওয়াহাব রিয়াজ ৭ বল খেলে ১৭ রান করে থাকেন অপরাজিত। দলগত ব্যাটিংয়ে তারা ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে জমা করে দুইশর কাছাকাছি স্কোর।

সিলেট বোলারদের মধ্যে নাঈম হাসান, ইবাদত হোসেন, মোসাদ্দেক হোসেন ও দেলোয়ার হোসেন নেন একটি করে উইকেট। 

Bootstrap Image Preview