Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

টেকনাফে বছরের সবচেয়ে বড় ইয়াবার চালান আটক

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৪ AM
আপডেট: ১৩ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৪ AM

bdmorning Image Preview


কক্সবাজারের টেকনাফে এবার বছরের বৃহত্তম ইয়াবার চালান ও অস্ত্র উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্তসহ চার ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব।

আজ শুক্রবার ভোরে টেকনাফের রঙ্গিখালী এলাকায় অভিযান চালিয়ে এসব ইয়াবা উদ্ধার করা হয়। র‌্যাব-৭ এর অপারেশন অফিসার মো. মাশকুর রহমান কালের কণ্ঠকে বিষয়টি নিশ্চিত করেছেন।

র‌্যাব জানিয়েছে, ভোর রাতে মিয়ানমার থেকে ইয়াবাগুলো নিয়ে আসা হয়েছে। এগুলো নিয়ে যাওয়ার পথে তাদের আটক করা হয়েছে। তাদের কাছে দুইটি বিদেশি পিস্তলসহ ছয়টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি পাওয়া গেছে। এটি র‌্যাব-৭ এর চলতি বছরের সবচেয়ে বড় অভিযান।

আটক চারজন হলেন-  স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত নুর আলম প্রকাশ নুর হাফেজ (৩০), তার সহকারী মো. সোহেল (২৭), সৈয়দ নুর (২৮) ও সৈয়দ আলম প্রকাশ কালু (৪৫)।

আটকদের মধ্যে নুর হাফেজ ইয়াবা গডফাদার ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী। তাদের কাছ থেকে মোট ৮ লাখ ১০ পিস ইয়াবা, ৬টি অস্ত্র ও ৭০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানান এএসপি মাশকুর রহমান। গ্রেপ্তারকৃত চারজনেরর মধ্যে নুর হাফেজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবার গডফাদার ও মাদক ব্যবসায়ী।

Bootstrap Image Preview