Bootstrap Image Preview
ঢাকা, ০৮ বুধবার, মে ২০২৪ | ২৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বিপিএলে রংপুর রেঞ্জার্সের অধিনায়ক মোহাম্মদ নবী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৬ PM
আপডেট: ১০ ডিসেম্বর ২০১৯, ০৯:৪৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত


বিপিএল এবারের আসরে রংপুর রেঞ্জার্সের অধিনায়কের দায়িত্ব পালন করবেন আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী।

অধিনায়ক হিসেবে আফগানিস্তানের সাবেক এ অধিনায়কের নাম ঘোষণা করেছে রংপুর রেঞ্জার্স কর্তৃপক্ষ।

আফগান এ তারকা ক্রিকেটারের বাংলাদেশের কন্ডিশন সম্পর্কে খুব ভালো ধারণা রয়েছে। বিপিএলের আগের আসরগুলোতেও খেলেছেন মোহাম্মদ নবী। শুধু বিপিএল নয়, বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটেও খেলার অভিজ্ঞতা রয়েছে ৩৪ বছর বয়সী এ আফগান ক্রিকেটারের।

মোহাম্মদ নবী আফগানিস্তানের হয়ে ৩টি টেস্ট, ১২৪টি ওয়ানডে আর ৭৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন। জাতীয় দলের হয়ে ব্যাট হাতে এক সেঞ্চুরিতে ৪ হাজার ১৩১ রান করেন। আর বল হাতে অফ স্পিনে জাতীয় দলের হয়ে ২০২ ম্যাচে শিকার করেন ২০৭ উইকেট।

এ ছাড়া বিপিএল আইপিএল বিগ ব্যাশ লিগসহ বিভিন্ন ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে ২৩৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলে ব্যাট হাতে ৩ হাজার ৬১৭ রান সংগ্রহের পাশাপাশি বল হাতে শিকার করেন ২৩৯ উইকেট।

রংপুর রেঞ্জার্স: মোস্তাফিজুর রহমান, নাইম শেখ, আরাফাত সানি, জহুরুল ইসলাম অমি, তাসকিন আহমেদ, জাকির হাসান, ফজলে মাহমুদ রাব্বি, নাদিফ চৌধুরী ও সঞ্জিত সাহা।

Bootstrap Image Preview