Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মাওলানা শামসুল হকের জানাজায় মুসল্লিদের ঢল, দ্বিতীয় জানাজা শনিবার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:০২ PM
আপডেট: ০৬ ডিসেম্বর ২০১৯, ০৮:০২ PM

bdmorning Image Preview
সংগৃহীত


রাজধানীর গুলশান আজাদ (কেন্দ্রীয়) মসজিদের সাবেক খতিব ও ইমাম হযরত মাওলানা শামসুল হক ছাহেবের প্রথম জানাজা আজ শুক্রবার বাদ জুমা গুলশান কেন্দ্রীয় মসজিদে সম্পন্ন হয়েছে। জানাজায় মুসল্লিদের ঢল নামে। মসজিদ প্রাঙ্গণসহ আশপাশের রাস্তা ছিল লোকে লোকারণ্য।

জানাজায় ইমামতি করেন তারই বড় ছেলে মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসার মুহাদ্দীস, পূর্ব রাজাবাজার জামে মসজিদের খতিব মুফতি মাওলানা মাহবুবুর রহমান।

মরহুমের জানাজায় উপস্থিত ছিলেন মাওলানা কামালউদ্দীন জাফরি, প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান, জমিয়াতুল মোদার্রেছীনের সিনিয়ার সহ সভাপতি ও মসজিদে গাউছুল আজমের খতিব মাওলানা কবী রুহুল আমীন খান, সহকারী মহাসচিব অধ্যক্ষ মাওলানা নোমান আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ আ খ ম আবুববকর সিদ্দীক, মহাখালী হোসাইনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. মাওলানা নজরুল ইসলাম আল মারুফ, ছারছিনা পীর সাহেবের ছোট ছাহেবজাদা মাওলানা ইউনুস আল আজহারীসহ জাতীয় দেশের গণ্যমান্য ব্যক্তিরা।

মরহুমের দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০টায় গাজীপুরস্থ হোতাপাড়া শামছাবাদ দরবার শরীফে। পরে সেখানেই তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

মাওলানা শামসুল হক ছিলেন দেশের প্রবীণ আলেমদের অন্যতম। দল মত নির্বিশেষে সকলের কাছে তার গ্রহণযোগ্যতা ছিল আকাশচুম্বি।

তার ছেলে-মেয়েরা সবাই আলেম। তাদের একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ও স্বর্ণপদকপ্রাপ্ত কারী মাওলানা মাহবুবুর রহমান মেশকাত।

মাওলানা শামসুল হক বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বিকেল ৫টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।

Bootstrap Image Preview